জাতীয় দাই মা সম্মেলন টাংগাইল

জাতীয় দাই মা সম্মেলন টাংগাইল, নয়াকৃষি আন্দোলন, নারীগ্রন্থ প্রবর্তনা ও উবিনীগ; প্রথম সংস্করণ ২০ মার্চ ২০০৭, চৈত্র ১৪১৩, নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৭৩/ মূল্য:১০০/=

উবিনীগ নারীগ্রন্থ প্রবর্তনা এবং নয়াকৃষি আন্দোলন মিলে ২০০৬ সালে ৭-৮ ডিসিম্বর তারিখে টাঙ্গাইলের নয়াকৃষি বিদ্যাঘর দাই সম্মেলনের আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক দাইমা অংশগ্রহণ করেন। এছাড়াও সমাবেশে অন্যানদের মধ্যে অংশগ্রহন করেছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এবং নয়াকৃষির কৃষক। এই সম্মেলনে তারা দাইদের জ্ঞান ও কাজের স্বীকৃতি এবং ওযুধি গাছ রক্ষার দাবি জানান। একই সাথে তারা প্রাণ সম্পদ চুরি এবং পেটেন্টের বিরোধিতা করে এসব রোধের জন্র প্রতিজ্ঞাবদ্ধ হন।

তিনি দিনের এই সম্মেলনে দলীয় আলোচনা, পরিকল্পনা নাটক এবং নাচ গানের পাশাপাশি গ্রামে একটি র্যা লির আয়োজনকরা হয়। র্যা লী শেষে অশগ্রহণকারী প্রত্যেকে ওযুধি গাচ রক্ষা এবং গরিব, অসসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন। সম্মেলনের শেষ দিন ৯ ডিসেম্বর তারিখটি ছিল বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে খুবই গুরুত্বপুর্ণ দিন কারণ দিনটি ছিল নারী আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯১৮৮০-১৯৩২) জন্মদিন। বেগম রোকেয়া সাখাওয়াত ছিলেন একজন নারীবাদী ঢাকায় একটি র্যানলীর আয়োজন করা হয় এই র্যা লীতে দাইমারা তাদের দাবিগুলো তুলে ধরেন। দাই সম্মেলন উপলক্ষ্যে নারীগ্রন্থ প্রবর্তনা ওষুধি গাছের উপর লেখা বিভিন্ন বইয়ের প্রদর্শনীর আয়োজন করে।

সূচি

  • ভূমিকা
  • উদ্বোধন
  • দাইদের সম্মাননা প্রদান
  • টাংগাইলে দাই সম্মেলনে সম্মাননাপ্রাপ্ত দাইমাদের বক্তব্য।

আলোচনা পর্ব

  • স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা।
  • নারীর জ্ঞান, ওষুধি গাছের ব্যবহার ও প্যাটেন্ট।
  • স্বাস্থ্য খাদ্য ও পুষ্টি।
  • মাতৃ স্বাস্থ্য নিয়ে আলোচনা।
  • বিষ ব্যবহারের ফলে স্বাস্থ্য ও পরিবেশের উপর প্রতিক্রিয়া।
  • প্রসবকালীন নানা জটিলতা।

দলে দলে জানাজানি

  • দলীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ।
  • দলীয় প্রতিবেদন উপস্থাপন।
  • দলীয়ভাবে সৃষ্টিশীল কাজ উপস্থাপনা।

র‌্যালী ও শপথ

  • টাংগাইল র্যা লী।
  • ওষুধি গাছ রক্ষার শপথ।
  • দাইমা সম্মেলনের ঘোষণা ও শপথ পাঠ।
  • বেগম রোকেয়া দিবস ও ঢাকায় র্যাালী।

তৈরি ওষুধ, ওষুধি গাছ ও দাইমা’দের ব্যবহৃত জিনিসপত্রের প্রর্দশনী।

  • ওষুধি গাছ, ওষুধি গাছ থেকে প্রস্তুত করা ওষুধ বিশেষের প্রদর্শনী।
  • দাইমাদের ব্যবহৃত জিনিস।
  • ওষুধি গাছের উপর বই, ছবি, ফেষ্টুন এবং পোষ্টার।
  • প্রদর্শনীর মূল্যায়ন।
  • ওষুধি গাছ সানাক্তকরণ।
  • গান, নাচ, নাটক।
  • বিরতি আনন্দ।

কর্ম পরিকল্পনা ও সুপারিশমালা।

  • পরিশিষ্ট-১: সম্মেলনে অংশগ্রহণকারী দাইদের তালিকা।
  • পরিশিষ্ট-২: উদ্বোধনী অনুষ্ঠানে যেসব বিলুপ্ত প্রায় ওষুধি গাছ।
  • পরিশিষ্ট-৩: সম্মাননা প্রাপ্ত দাইদের জীবন বৃত্তান্ত।
  • পরিশিষ্ট-৪: আয়োজকদের পরিচিতি।

 

Back to album