রহিমা বেগম (Rahima Bewa)

নান্দুরিয়া দাইঘরঃ রহিমা বেওয়া (১৫/০৪/১৯৫৮)। গ্রামঃ মৌসাকাঠালিয়া, ইউনিয়নঃ আটিয়া, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল। স্বামীর নাম মৃত মোঃ কাঞ্চু মিয়া।

১৯৯৩ সাল থেকে রহিমা বেওয়া দাই কাজের সাথে জড়িত আছেন। তিনি তার বড় চাচীর কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। জানুয়ারী ২০১৫ ইং পর্যন্ত ২১০ বাচ্চা প্রসব করিয়েছেন। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই। তিনি উবিনীগ থেকে প্রশিক্ষন নিয়েছেন। তিনি গর্ভবতী নারীদের প্রতিষেধক টিকা নেওয়ার পরামর্শ দেন। তার এলাকা থেকে ১/২ কিলোমিটার দুরে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তিনি গর্ভবতী নারী এবং প্রসূতি মায়েদের সেবার কাজে ওষুধি গাছ ব্যবহার করেন।

Back to album