ফকির লালন সাঁইজীর গৌরপূর্ণিমা উৎসব পালিত হল


গৌরাঙ্গের জন্মদিন আর ফকির লালন শাহের প্রবর্তিত সাধুসঙ্গ: ২৪, ২৫ এবং ২৬ ফাল্গুন, ১৪২৬ (৮, ৯ এবং ১০ মার্চ, ২০২০) অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মতো এবারো ফাল্গুনি পূর্ণিমায় ফকির লালন শাহের গৌরপূর্ণিমা সাধুসঙ্গের আয়োজন করে নবপ্রাণ আন্দোলন। নবপ্রাণ আখড়াবাড়িতে প্রতিদিন ভোর ৬ টা থেকে বেলা ৯ টা পর্যন্ত ফকির লালন সাঁইজীর গোষ্ঠ গান হয়।

এবারে নবপ্রাণ আখড়াবাড়ির বিষয় ছিল: 'তিন পাগলে হোল মেলা নদে এসে' (তোরা কেউ যাসনে ও পাগলের কাছে)। কে এই 'তিন পাগল'? ফকির লালন শাহ এই 'তিন'কে এতো গুরুত্ব দিলেন কেন? বাংলার ফকিরদের কাছে এদের তাৎপর্য কি? বিশেষত নিমাই পণ্ডিত বা নদিয়ার 'গৌর' কেন নদিয়ার প্রথম ফকির? নিত্যানন্দ কেন নদিয়ার প্রধান গুরু? এই প্রশ্নগুলো নিয়েই আখড়াবাড়িতে তিন দিনের সাধুসঙ্গে আলোচনা করেন কবি ফরহাদ মজহার।

আখড়াবাড়িতে নয়াকৃষি আন্দোলনের উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ প্রদর্শনী হয়। পাশাপাশি শস্য প্রর্বতনার ও প্রবর্তনার পণ্য বিক্রয়ের জন্য ছিল স্টল।

নবপ্রাণ আখড়াবাড়িতে ভোর থেকে শুরু করে সন্ধা প্রর্যন্ত গানের অনুষ্ঠান চলে

অনুষ্ঠান সূচি

ভোর ৬টা থেকে সকাল ৮:৩০ পর্যন্ত গোষ্ঠ গান
সকাল ১০:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত
বিকাল ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত

অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সময়ের  দৃশ্য


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।