ঈশ্বরদী হাসপাতালে তামাকজাত দ্রব্য আগুনে পুড়িয়ে সচেতনতা সৃষ্টি


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তামাক বিরোধী নারী জোট-এর ‍"তামাকজাত দ্রব্যের অভিযান চালানো হয়।

ঈশ্বরদী হাসপাতালে জর্দা, গুল, সাদাপাতা, বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষ্যে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই নিয়ম মেনে চলা হচ্ছে কিনা দেখার উদ্যোগ নেন।

গত ২৪ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্থানে ঘুরে তামাকজাত দ্রব্য, হাসপাতালে ভর্তি রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের নিকট থেকে উদ্ধার করা হয়, এবং এই বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য হাসপাতালের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এটা ছিল প্রতীকীভাবে আইন সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

এ অভিযানে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর সমন্বয়ক সাইদা আখতার, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খানম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন, উবিনীগ ঈশ্বরদী কেন্দ্রের সমন্বয়ক জয়নাল আবেদীন খান, তাবিনাজের সদস্য মাহমুদা বেগম, তাবিনাজ পাবনার সদস্য নাসরিন পারভিন, আরফান আলী, গোলাম মোস্তফা রনি, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জর্দা, গুল, সাদাপাতা, বিড়ি-সিগারেট-সহ তামাকজাত দ্রব্য ব্যবহার করলে মানব দেহের ব্যাপক ক্ষতি হয়। গলায় বা মুখে ঘা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিল রোগ হয়ে থাকে।

উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ২০১৬ থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেট মোড়ক, কার্টুন বা মোড়কের উভয় পাশে সচিত্র সতর্কবানী মুদ্রণ বাধ্যতামূলক করার ঘোষনা দিয়েছে সরকার।


তামাক দ্রব্য অভিযান


এই বিষয়ে জানতে লিংকে ক্লিক করুণ:

http://www.banglanews24.com/fullnews/bn/468632.html

http://gnewsbd24.com/%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95/

http://www.newspabna.com/2016/02/24/%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95/

http://allbanglanewspapers.com/fairnews24


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।