স্বাস্থ্য অধিকার ও জনগণের প্রত্যাশা
স্বাস্থ্য অধিকার ও জনগণের প্রত্যাশা, জাতীয় সম্মেলন ২০১১, স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ; প্রথম সংস্করণ ১৫ জুন, ২০১১ নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক। পৃষ্ঠা:৪৯/ মূল্য:১০০/=
‘স্বাস্থ্য অধিকার: জনগণের প্রত্যাশা’ শীর্ষক স্বাস্থ্য আন্দোলনের দিনব্যাপী জাতীয় সম্মেলন ২০১১ অনুষ্ঠিত হয় গত ২৪ ফেব্রুয়ারি, ২০১১, আইডিবি ভবন, আগারগাঁ, ঢাকায়। ‘স্বাস্থ্য আন্দোলন’ ও ‘উবিনীগ’ যৌথভাবে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ২০টি জেলার ৭৪টি সংগঠনের ১৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত প্রতিনিধিবৃন্দের মধ্যে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, দাই, গবেষক, নীতি বিশ্লেষক, আইনজীবি, গার্মেন্টন শ্রমিক, কৃষক, সাংবাদিক, নারী প্রধান সংগঠনের কর্মকর্তা ও কর্মী।
জেলাগুলোর মধ্যে ছিল ঢাকা, খুলনা, নেত্রকোনা, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুমিল্লা, কুষ্টিয়া, টাংগাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, যশোর, বরগুনা, বৈরব, পটুয়াখালী, নাটোর খাগড়াছড়ি ও কক্সবাজার।
জনগণের স্বার্থ রক্ষা, স্বাস্থ্য বাণিজ্য রোধে রোগ প্রতিরোধকে অগ্রাধিকার এবং স্বাস্থ্যকে সাংবিধানে মানবাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা এবং পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ন রোধ, খাদ্যে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বন্ধ, খাদ্যাভাস পরিবর্তন, প্রত্যাহিত জীবনে কায়িক শ্রক নিশ্চিত করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আশা করি এই প্রকাশনা স্বাস্থ্য আন্দোলনকে আওা শক্তিশালী করবে।
সূচি
- ভূমিকা
- অনুষ্ঠানমালা।
- বর্তমান স্বাস্থ্য চিত্র: জনগণের স্বাস্থ্য সেবার ব্যবস্থা উৎসাহব্যঞ্জক নয়।
- কমিউনিটি ক্লিনিক সেবা নিন: সুস্থ থাকুন।
- নারীর স্বাস্থ্য রক্ষায় সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়নে ও কৌশল প্রণয়নে দুর্বলতাসমূহ।
- ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা বর্ণনা।
- আমরাও সরকারী হাসপাতালে যেতে চাই কিন্তু বাধ্য হয়ে কার্মেসীতে যাই।
- ইঞ্জেকশনের মেয়াদ তিন মাস দশ দিন, এর মধ্যে তোমার কোন বাচ্চা হবে না।
- আগুনে আহত শ্রমিক আমেনা বেগম এখনও পঙ্গুত্বের শিকার।
- গ্রাম থেকে সরকারি হাসপাতাল দূরে, রোগীকে নছিমনে নেয়া বিপদ।
- আম বাগানে বিষ দেয়া বিরাট স্বাস্থ্য ঝুঁকি।
- ডাক্তার বলেছেন তামাকের কাছেই ভিরা যাবে না।
- চোখ অপারেশনের সময় ডাক্তারের সব কথাই শুনছি কিন্তু আমার বলার শক্তি ছিল না।
- বিশেষজ্ঞ মতামত।
- জাতীয় স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণকারীদের নামের তালিকা।
Back to album