তামাকের উৎপাদন ও ব্যবহার: নারীর জন্য হুমকি
তামাকের উৎপাদন ও ব্যবহার: নারীর জন্য হুমকি, তাবিনাজ; প্রথম সংস্করণ: ২০ অক্টোবর ২০১২, নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৪৮; মূল্য: ৫০/=
নারী অধিকার প্রতিষ্ঠার সংশ্লিষ্ট সকল বিষয়ের পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ প্রাণবৈচিত্র এবং কৃষিতে নারীর অবদান তুলে ধরার জন্য জেলা পর্যায়ের সংগঠগুলোর সাথে নেটওর্য়াক গড়ে তোলা খুবই জরুরী। বর্তমানে নারীগ্রন্থ প্রবর্তনা সেই দিকেই কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি নারীগ্রন্থ প্রবর্তনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজের ক্ষেত্রে ও ধরনে বিস্তৃতি ঘটাচ্ছে। একই সঙ্গে প্রকাশনা, তথ্য, প্রচার ও বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার মাধ্যমে নারীদওে জন্য একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান হিসাবে ধীওে ধীওে গড়ে উঠছে।
তামাক ব্যবহার ও তামাক চাষে নানাবিধ ক্ষতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নারীগ্রন্থ প্রবর্তনা বিশেষভাবে নারীর ক্ষতির দিকটি সামনে তুলে এনে তামাকের বিরুদ্ধে নারীকে সচেতন করবার জন্য তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)গঠনের উদ্যেগ নিয়েছে। বর্তমানে তাবিনাজের সচিবালয় হিসাবে কাজ করছে। তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট)-এর সদস্যদেও মধ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে নারীগ্রন্থ প্রবর্তনা গুরুপূর্ণ ভূমিকা রাছে। তাবিনাজের তরফে তামাকের ক।সতির বিরুদ্ধে নারীদেও সচেতন করবার জন্য এই পুস্তিকাটি আশা করি সকলের কাজে লাগবে।
সূচি
- ভূমিকা।
- তাবিনাজ গঠনের প্রেক্ষাপট।
- তাবিনাজের প্রধান কাজসমূহ।
- নারীদেও মধ্যে ধূমপান।
- তামাকজাত দ্রব্য কি?
- তামাকজাত দ্রব্য ব্যবহারের ধরণ।
- যে বয়স থেকে ধূমপান শুরু হয়।
- নারীদেও ধূমপান ও পেশা।
- তামাকজাত দ্রব্যেও ব্যবহারের স্বাস্থ্যেও ক্ষতি।
- তামাকের নিকোটিন প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়।
- তামাকের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি।
- তামাক চাষ মারাত্মক ক্ষতিকর।
- তামাক চাষে নারীদেও কাজের ধরণ।
- তামাক চাষের বিভিন্ন ধাপে নারী সাস্থ্যেও ক্ষতি।
- নারীরা তামাক চাষ চায় না।
- তামাকজাত দ্রব্যেও উৎপাদন।
- তামাকজাত দ্রব্যেও প্রচাওে নারীর ব্যবহার।
- তামাক দারিদ্র বাড়ায়।
- তামাক ছেড়ে খাদ্য চাষে ঝুঁকছেন কৃষকরা।
- বান্দরবানে তামাকের পরিবর্তে খাদ্য ফসল।
- তামাকজাত দ্রব্যেও উপর উচ্চ হাওে কারারোপের দাবীতে মাননীয় সংসদ সদস্যদেও ডি, ও লেটার।
- তামাকজাত দ্রব্যেও উপর কর বৃদ্ধিও প্রয়োজনীয়তা।
- তামাকজাত দ্রব্য ব্যবহার নিরোধে আইন।
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ধূমপানমুক্ত ঘোষণা।
- দেশ বিদেশের তথ্য।
- বিখ্যাত বয়াতি শিল্প আলেয়া বেগমের গান।
- তাবিনাজ আয়োজিত মিটিং এ অংশগ্রহণকারীদেও ধরণ।
Back to album