নয়াকৃষি বীজ ব্যবস্থাপনা সহায়িকা

নয়াকৃষি বীজ ব্যবস্থাপনা সহায়িকা প্রাণবৈচিত্র্য সংগ্রহ, রক্ষা, বিকাশ ও বিস্তারের নীতি ও কৌশল, নয়াকৃষি আন্দোলন; প্রথম সংস্করণ: ২০ নভেম্বর, ২০১১। নারীগ্রন্থ্য প্রবর্তনা প্রকাশনা ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৬০; মূল্য: ২৫০/=

নয়াকৃষির নিরিখ আনন্দ। আনন্দের নিরিখে প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি ব্যবস্থা অনুশীলনে কৃষি কাজে সমৃদ্ধি ও উন্নতির জন্য কৃষি নীতির ব্যবহারিক প্রয়োগ করে নয়াকৃষি। সেই প্রয়োগ থেকে অভিজ্ঞতা অর্জন, নতুন শিক্ষা লাভ, গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আবিস্কারের দৈনন্দিন চর্চায় নয়াকৃষি বিকশিত হয়ে চলেছে।

বীজ ও প্রাণবৈচিত্য কেন্দ্রিক কাজ নয়াকৃষির বিশেষ বৈশিষ্ট্য। বীজ একদিকে প্রকৃতির পুনরুৎপাদনের উপায়, অন্যদিকে বীজ নিজেই নিজের প্রক্রিয়ার ফল অর্থাৎ বীজেই আবার ফসল। বী জবা প্রাণকোষের মর্ম জানা, বোঝা এবং প্রাণের বিকাশ বৈচিত্র্য ও সুরক্ষা নিশ্চিত করা নয়াকৃষির কাজ।

বীজ ও প্রাণসম্পদ এবং প্রাণবৈচিত্র্যের ব্যবস্থাপনাকে সমৃদ্ধির লক্ষ্যে নয়াকৃষি আন্দোলিনের পক্ষ থেকে এই বীজ ব্যবস্থাপনা সহায়িক প্রকাশের উদ্যেগ গ্রহণ করা হয়। এই বীজ ব্যবস্থাপনা সহায়িকা নয়াকৃষি আন্দোলনের দীর্ঘ দিনের গবেষণার ফল। নয়াকৃষি আন্দোলন এ সহায়িকাটি বের করতে পেরে খুবই আনন্দিত। আশা করি যারা বীজ সংরক্ষণের কাজে নিয়োজিত আছেন তাদের জন্য এই গ্রন্থ উপকারে আসবে।

সূচিপত্র

  • ভূমিকা।

প্রথম অধ্যায়: নয়াকৃষি আন্দোলন

  • প্রাণবৈচিত্র্য রক্ষায় সামাজিক ব্যবস্থাপনা।
  • দ্বিতীয় অধ্যায়: শস্য বৈচিত্র্য ও বীজ বৈচিত্র্য সংরক্ষণ
  • ক্ষেত ও মুক্তাঞ্চলে শস্য বৈচিত্য সংরক্ষণ।
  • বীজ সম্পদ ক্ষয় হবার নানা কারণ।
  • বীজ কি?।

তৃতীয় অধ্যায়: কৃষকের ক্ষেতে শস্য বৈচিত্র্য সংরক্ষণ

  • ক. পরিকল্পনা।
  • খ. বীজসম্পদ সংগ্রহ।

চতুর্থ অধ্যায়: সংরক্ষণের নানা কাজ

  • বীজ সংরক্ষণ।
  • বীজ শোধন।
  • গাঁজানো পদ্ধতি।
  • বীজ রাখা।

পঞ্চম অধ্যায়: বীজ থেকে চারা গজানো

  • বীজের গুণগত মান পরীক্ষা।
  • বীজ উৎপাদন ও সংগ্রহ।
  • নার্সারীর সাহায্যে চারা উৎপাদন।
  • শস্য মাড়াই এবং বাছাই করণ।
  • বীজ মূল্যায়ন বৈশিষ্ট্যকরণ এবং উৎপাদন।
  • কৃষকের জন্য নির্বাচিত জাতের মানদন্ড।
  • শস্য বীজের ট্রায়াল/উৎপাদন রেকর্ড।

৬ষ্ঠ অধ্যায়: ছবিতে নয়াকৃষি বীজ ব্যবস্থাপনা

 

Back to album