তামাক চাষের ক্ষতি:

তামাক চাষের ক্ষতি: তামাক চাষ বন্ধ করে খাদ্য উৎপাদন, তথ্য চিত্র: এক, উবিনীগ; প্রকাশ ১৮ জুন ২০১০, নারীগ্রন্থ প্রকাশক ঢাকা ১২০৭। পৃষ্ঠা ২৫; মূল্য: ৩০/=

বাংলাদেশে দীর্ঘদিন ধরে তামাক চাষ হয়ে আসছে এবং উত্তর বঙ্গ থেকে শুরু করে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে ব্যাপকভাবে চাষ করানো হচ্ছে বিদেশী ও দেশী বিভিন্ন কোম্পানীর উদ্যোগের কৃষকের নানা ধরণের সুযোগ সুবিধা দিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করানো হচ্ছে। কিন্তু এর ফলে শীতের মৌসুমে বা রবি মৌসুমে খাদ্য উৎপাদনের জমিতে শাক সবজি, ডাল, তেল, গম, বোরো ধান উৎপাদন না করে কেবল তামাক উৎপাদন করা হচ্ছে। জমিতে খাদ্য উৎপাদন হচ্ছে না, ফলে খাদ্য ঘাটতির পরিমাণ বেড়েই চলেছে। তামাক চাষ শীতের মৌসুমে করা হয় অন্যান্য মৌসুমের ফসল উৎপাদনও ব্যাবহত হয়, কারণ তামাক পাতা মাঠ থেকে তোলার সময় এবং শীতের মৌসুমের ফসল বোনার সময় এতে বাধাগ্রস্ত হয়। ফলে তামাক চাষের আওতায় আনা জমিতে খাদ্য উৎপাদনের পরিমাণ একেবারেই কমে যায়।

 

Back to album