ভাভকথা ও ভাবচর্চার খবর

নয়াকৃষি আন্দোলন ভাভকথা ও ভাবচর্চার খবর, মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে প্রকৃতির আনন্দময় চাষাবাদ, নয়াকৃষি আন্দোলন; প্রথম সংস্করণ: ২০ নভেম্বও ২০০৬/ ৬ অগ্রহায়ণ, ১৪১৩। নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশনা, ঢাকা ১২০৭।

দশ নীতি যার কাজে কর্মে সদস্য সে স্বভাব ধর্মে, নয়াকৃষি কেন্দ্রগুলোতে আরো শেখা ও জানার জন্য নিয়মিত তিন থেকে সাতদিনের জন্য কৃষকদের জন্য প্রাথমিক শিক্ষাসঙ্গেও আয়োজন করা হয়। আপনার এলাকা থেকে ১০ থেকে ১৫ জনের একটি দল একত্র হলে প্রাথমিক ‘শিক্ষা সঙ্গে’ অংগ্রহণ করতে পারেন।

 

Back to album