আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস

আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারীগ্রন্থ প্রবর্তনা; প্রথম সংস্করণ: ১ মার্চ, ২০০৪, পুনঃ মুদ্রণ: সেপ্টেম্বর ২০০৯, পুনঃ মুদ্রণ: জানুয়ারি, ২০১১। নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৫৯/ মূল্য:৬০/=

আন্তর্জাজিক নারী দিবস সরকারী ছুটির দিন নয় বটে, কিন্তু এই দিনটি ব্যাপকভাবে পালন করা হয়। হয়তো আগামিতে ছুটির দিন হয়েও যেতে পারে। দুঃখের কথা যে এখনও শ্রমিক নারীর পক্ষে অংশগ্রহণ করা একটু কঠিন হয়ে পড়ে কাণ তাঁদের ছুটি নেই। যদিও সরকার নিজেই দিবসটি পালন করে। শ্রমজীবী অনেক নারীই এখনো এই দিনটির খবর জানেন না। কৃষকরাও এর আওতার বাইরে রয়ে গেছেন।

সূচি

  • ইতিহাস যেন ভুলে না যাই....।
  • কেপেনহেগেন সম্মেলন ও আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট।
  • আন্তর্জাতিক নারী দিবস ঘোষণারপর থেকে আন্তজৃতিক পর্যায়ে নারী অধিকারের স্বীকৃতির কিছু ঘটনাবলীর তালিকা।
  • আটই মার্চ: নারী শ্রমিকদের দাবি।
  • নারী দিবসের শ্লোগান-দুনিয়ার নারী এক হও।
  • সম্মিলিত নারী সমাজের দাবি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন।
  • কোম্পানীর কবলে আটই মার্চ।
  • নারীকে প্রসাধন ব্যবহারকারী, সুন্দরী ও রাঁধুনী বানাবার জন্যে নারী দিবস নয়।
  • নারীগ্রন্থ প্রবর্তনার কথা।

 

Back to album