যৌতুক সংবাদ
নারী নির্যাতন ২ যৌতুক সংবাদ, নারীগ্রন্থপ্রবর্তনা; প্রকাশ ১৬ কার্তিক ১৪১১, ৩১ অক্টবর ২০০৪, নারীগ্রন্থ প্রকাশনা ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৬০; মূল্য:৫০/=
বাংলাদেশে নারী নির্যাতনের যত নিষ্ঠুর প্রক্রিয়া আছে, তার মধ্যে যৌতুক অন্যতম। একবিংশ শতাব্দীতে এসেও কত নারী যে নিষ্পেশিত হচ্ছে বিয়ের নাম কওে যৌতুক প্রথার যাঁতকলে। যৌতুকের কারণে কত নারী যে হারাচ্ছে প্রাণ, প্রতিনিয়ত হচ্ছে নির্যাতিত চিহ্নিত হচ্ছে পণ্য হিশেবে তার সঠিক পরিসংখ্যান নেই। কারণ অনেক ঘটনাই অপ্রকাশিত থাকে। যুগের সাথে তাল মিলিয়ে যৌতুক এক ধরণের সামাজিক ব্যাধিরূপে পড়েছে সমাজের রন্ত্রে রন্ত্রে।
সূচি
- ভূমিকা।
- দৈনিক পত্রিকায় প্রকাশিত যৌতুকের বিভিন্ন ঘটনা।
- যৌতুক সম্পর্কে লেখালেখি।
- যৌতুকের কারণে আত্মহত্যা ।
- নারী ও শিশু নির্যাতন দমন আউন, ২০০০।
- খবর অনুযায়ী এলাকা।
- যৌতুকের বিভিন্ন ঘটনার তালিকা।
Back to album