ছুরাতন বেগম
রাজেন্দ্রপুর দাইঘর: ছুরাতন বেগম (৪৩) গ্রাম: দাসগ্রাম, ইউনিয়ন: রাজেন্দ্রপুর, উপজেলা: বনপাড়া, জেলা: নাটোর।
দাই কাজের অভিজ্ঞতা: ১৭ বছর। বাচ্চা প্রসব করিয়েছেন: ১৬৫টি। আমার হাতে কোন মা ও শিশু মারা যায়নি। তবে পেটে মরে ছিল এমন বাচ্চা প্রসব করিয়েছি। এই কাজ শিখেছে তার নানীর কাছ থেকে। উবিনীগ থেকে প্রশিক্ষণ পেয়েছি ২০১৪ সালে।
দাইমা সুরাতন বলেন, আমি অনেক উল্টা বাচ্চা প্রসব করিয়েছি। এক গর্ভবতীর বাচ্চা হওয়ার পর ২ জন দাইমা মিলে ফুল ফেলাইতে পারে নাই। আমি সেই ফুল ফেলছি। আমি গরু, ছাগলেরও প্রসব করাই। আল্লাহকে খুশি করার জন্য দাইয়ের কাজ করি। আমার মেয়েকে দাইয়ের কাজ শিখাবো। যাতে সে মানুষের সেবা করতে পারে।
Back to album