নবপ্রাণ আন্দোলন

আমরা নবপ্রাণ আন্দোলন খুব ভেবেচিন্তে সভাসমিতি ডেকে দশদিক বাছবিচার করে শুরু করি নি। এর আবির্ভাব যেন নিজের দরকারে আপন তাগিদে ঘটে গিয়েছে। একনজরে বা গুটিকয়েকের ইচ্ছা এখানে প্রাধান ভূমিকা পালন করে নি,বড়োজোর জোগালি বেগার খেটেছে। কিন্তু সে ইচ্ছাকে অসচেতন বা স্বতঃফুর্ত ইচ্ছা বলা ভুল হবে। নিজেদের ইচ্ছা নিজেদের পরিকল্পনা নিজেদের চিন্তাভাবনা আগাগোড়া তৎপরই ছিল। কিন্তু তবু মনে হচ্ছিল এ যেন শুধু নিজেদের ইচ্ছা নয়। এই সময়ের ওপর সওয়ার হয়ে আছে আরেক ইচ্ছা। সে ইচ্ছা শুধু আমাদের ব্যক্তিগত নয়। মানুষের বেড়ে ওঠার ইতিহাসে এমন কিছু সন্ধিক্ষণ আসে যার মধ্য থেকে কিছু কাজ করার তাগিত উত্থিত হয় নইলে সামনের দিকে পা আর এগোয় না।

 

Back to album