রোকেয়া রচনাবলী-২

রোকেয়া রচনাবলী-২ স্ত্রীজাতির অবনতি, অবরোধ-বাসিনী ও অন্যান্য, নারীগ্রন্থ প্রবর্তনা; প্রথম সংস্করণ: ১০ নভেম্বর, ২০০৯ নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক। পৃষ্ঠা ৯৮/ মূল্য: ৮০/=

বেগম রোকেয়াকে বুঝতে হলে তাঁর রচনা পড়া একান্তভাবে জরুরী। সত্যিকার অর্থে রোকেয়ার লেখা পড়েছেন এমন নারী ও পুরুষের সংখ্যা খুব বেশী নয়। তার কারণ এই নয় যে তাঁরা পড়তে চান না। বরং বাস্তব অবস্থা হোল এই যে, রোকেয়ার রচনা পাওয়া একটি কঠিন ব্যাপার।

রোকেয়াকে ঘিরে আরও এক পর্যায়ে কাজ হচ্ছে এবং রোকেয়া সম্পর্কে লেখা বই ও গবেষণাকর্ম কিছু বেরুচ্ছে। এসব উদ্যেগুলোকে আমরা মনেপ্রাণে প্রশংসা করি। তবে সরাসরি রোকেয়ার রচনা পড়ে তাঁর নারীমুক্তি চিন্তা সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তোলার বিকল্প পথ নেই। যাঁরা নারীমুক্তি সম্পর্কিত আন্তর্জাতিক রচনাগুলোর সাথে কমবেশি পরিচিত, তাঁরা জানেন রোকেয়ার রচনার মধ্যে যে মৌলিকত্ব রয়েছে তার কোন তুলনা নেই। এসব রচনা যে কাউকেই ভাবতে অনুপ্রাণিত করবে। আমরা যে পর্যায়ই কাজ করি না কেন, এসব রচনা পড়লে আমরা উপকৃত হবোই, এতে কোন সন্দেহ নেই।

সূচি

  • সূবেহ সাদেক।
  • চাষার দুক্ষু।
  • এণ্ডি শিল্প।
  • নিরীহ বাঙ্গালী।
  • ভ্রাতা-ভগ্নী।
  • তিন কুঁড়ে।
  • পরী ঢিবি।
  • বলিগর্ত।
  • শিশু-পালন।
  • জ্ঞানফল।
  • লুকানো রতন।
  • রানী ভিখারিনী।
  • বেগম তরজীর সহিত সাক্ষাৎ।
  • ধ্বসের পথে বঙ্গীয় মুসলিম।
  • হজের ময়দানে।
  • বিয়ে-পাগল বুড়ো।
  • পঁয়ত্রিশ মন খানা।
Back to album