আনোয়ার দেওয়ানের গান
আনোয়ার দেওয়ানের গান, নবপ্রাণ আন্দোলন; প্রথম সংস্করণ: ১০ ফেব্রুয়ারি ২০০৫। নারীগ্রন্থ প্রবর্তনা প্রকাশক ঢাকা ১২০৭। পৃষ্ঠা ১১০/ মূল্য: ১০০/=
ঐ বাজে ইসলামের ডঙ্কা গানটি রচনা ও সুর করে নিজে হাজার হাজার মানুষের সামনে গেয়ে আনোয়ার দেওয়ান বিখ্যাত হয়েছেন। বর্তমান সময়ের বয়াতীদের মধ্যে আনোয়ার দেওয়ান অত্যন্ত সুপরিচিত নাম, নবপ্রাণ আন্দোলনের জন্মলগ্ন থেকে তাঁর সাথে আমাদের ঘনিষ্ঠতা। তিনি আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠান করেছেন।
ঐ বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে
নবীর দীনে আয়রে নবীর দীনে আয়রে ॥
এসেছে আখিরি নবী লইয়া তৌহিদের বাণী
পঞ্চবেলা কোরানখানি এলেনে দুনিয়ায় রে
রোজা, নামাজ, হজ যাকাত
কর মমিন ভাইরে ॥
নবীর আইন পাঞ্জেগানা ভবেতে মানে না যারা
পরকালে পড়বে ধরা কিহবে উপায় রে
নবীর আইন না মানিলে
বেজার হয় আল্লায় রে ॥
বনের হরিণ নবী চিনল- মানুষ হইয়া চিনলাম নারে
কি জব দিব পরকালে-হাশর মহল্লায় রে
আল্লা সেই দিন কাজী হবে উকিল মোস্তফায় রে ॥
তৌহিদের-ই নিশান উড়ে আয় চলে ভাই দলে দলে
পার হইতে ইচ্ছা থাকলে নবীর নৌকায় রে
নায়ের মাঝি নূর নবীজ বাধ্য কর তাহায় রে ॥
আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফাণ নদীর জলে
নেকী যাব পার হয়ে বদি ডুবে যায় রে
ঈমানে যার জোর জোর আছে তার নাই কোন ভয় রে
নবীর দিনে আয়রে নবীর দিনে আয়॥
Back to album