শিরিনা বেগম (Shirina Begum)

মনতোলা দাইঘর: শিরিনা বেগম (৪০)। গ্রাম: রাঘব। উপজেলা: চিলমারী, জেলা: কুড়িগ্রাম।

দাই কাজের অভিজ্ঞতা: ১ বছর। বাচ্চা প্রসব করিয়েছেন: ১ টি।

দাই কাজে আসা হলো আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি যেখানে বাচ্চা প্রসব করতে যেত আমাকে সাথে ডাকতো এবং তার সাথে যেতাম। এখান থেকে এই দাইয়ের কাজটি শিখি। ২০১৪ সালে দাইয়ের কাজে আসি। আমি যে বাচ্চাটি প্রসব করেছি কোনা সমস্যা হয় নাই।

 

Back to album