লাইলী বেগম (Laili Begum)

নলশোঁধা দাইঘর: লাইলী বেগম ( ০৪/০৫/১৯৬৮) । স্বামীর নাম মজনু মিয়া। গ্রামঃ চন্ডি, ইউনিয়ন, পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাঈল।

লাইলী বেগম গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার পরামর্শ দেন। তিনি চাচীর কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। ২০০০সাল থেকে তিনি দাইয়ের কাজ করছেন। এই পর্যন্ত তিনি ২৩ জন বাচ্চা প্রসব করিয়েছেন। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই। তিনি উবিনীগ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার নিজ এলাকা ছাড়াও অন্যান্য গ্রামে গিয়ে ডেলিভারীর কাজ করেন। লাইলী বেগমের এলাকার কাছাকাছি পাথরাইল স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।

Back to album