সাজেদা বেগম (Sajeda Begum)
নলশোঁধা দাইঘর: সাজেদা বেগম (১৯/০৯/১৯৫৩)। গ্রামঃ গোপালপুর, ইউনিয়নঃ পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল। স্বামীর নাম আদম আলী ।
সাজেদা বেগম তার মায়ের কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। ২০০০ সাল থেকে দাই কাজের সাথে জড়িত আছেন। তিনি কোন সরকারী প্রশিক্ষণ নেন নি। তবে উবিনীগ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার এলাকা তেকে কাছে পাথরাইল স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। জানুয়ারী ২০১৫ইং পর্যন্ত ২৫ বাচ্চা প্রসব করিয়েছেন।
Back to album