জরিনা বেগম (Zarina Begum)

নলশোঁধা দাইঘরঃ  জরিনা বেগম (১৬/১১/১৯৬৩)। স্বামীর নাম আফাজ মিয়া। গ্রামঃ নলশোঁধা, ইউনিয়নঃ পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল।

জরিনা বেগম ২০০০ সাল থেকে দাই কাজ করছেন। তিনি তার শ্বাশুড়ির কাছ থেকে দাইয়ের কাজ শিকেছেন। মাতৃত্ব সেবার কাজে তিনি ওষুধি গাছ ব্যবহার করেন। তিনি উবিনীগ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই। এপ্রিল ২০১৫ ইং পর্যন্ত ১৫৫টি বাচ্চা প্রসব করিয়েছেন।

Back to album

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।