আনোয়ারা বেগম (Anwara Begum)

নান্দুরিয়া দাইঘরঃ আনোয়ারা বেগম (১২/০৬/১৯৫৮)। স্বামীর নাম আলহাজ নুরুল ইসলাম। গ্রামঃ গড়াসিন, ইউনিয়নঃ আটিয়া, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল।

১৯৮৮ সাল থেকে আনোয়ারা বেগম দাইয়ের কাজ করছেন। তিনি নিজ উদ্যোগে মানুষের সেবা করার জন্য দাইয়ের কাজ শিখেছেন। মাতৃত্ব সেবার কাজে তিনি ওষুধি গাছ ব্যবহার করেন। তিনি উবিনীগ থেকে দাইয়ের প্রশিক্ষণ পেয়েছেন। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই। মার্চ ২০১৫ ইং পর্যন্ত ৩০৫জন বাচ্চা প্রসব করিয়েছেন। তার এলাকার কাছাকাছি আটিয়া স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।

<!--[if gte mso 9]><xml> Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 </xml><![endif]-->

নান্দুরিয়া দাইঘরঃ  আনোয়ারা বেগম (১২/০৬/১৯৫৮)। স্বামীর নাম আলহাজ নুরুল ইসলাম। গ্রামঃ গড়াসিন, ইউনিয়নঃ আটিয়া, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল।

১৯৮৮ সাল থেকে আনোয়ারা বেগম দাইয়ের কাজ করছেন। তিনি নিজ উদ্যোগে মানুষের সেবা করার জন্য দাইয়ের কাজ শিখেছেন। মাতৃত্ব সেবার কাজে তিনি ওষুধি গাছ ব্যবহার করেন। তিনি উবিনীগ থেকে দাইয়ের প্রশিক্ষণ পেয়েছেন। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই। মার্চ ২০১৫ ইং পর্যন্ত ৩০৫জন বাচ্চা প্রসব করিয়েছেন। তার এলাকার কাছাকাছি আটিয়া স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। 

<!--[if gte mso 9]><xml> </xml><![endif]--><!--[if gte mso 10]> Back to album