বাছাতন বেগম (Bachatan Begum)
নান্দুরিয়া দাইঘরঃ বাছাতন বেগম (২৭/০৫/১৯৫৮) গ্রামঃ নাল্লাপাড়া, ইউনিয়নঃ পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল। স্বামীর নাম হানিফ শিকদার।
বাছাতন বেগম তার মায়ের কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। ১৯৮৩ সাল থেকে তিনি দাই কাজের সাথে জড়িত আছেন। তিনি দাই কাজের উপর সরকারী কোন প্রশিক্ষণ পান নাই তবে উবিনীগ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। ফেব্রুয়ারী ২০১৫ ইং পর্যন্ত তিনি ২২১০জন বাচ্চা প্রসব করিয়েছেন। ওষুধি গাছ সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। তিনি গ্রামের মা এবং শিশুদের টিকা গ্রহণের পরামর্শ দেন।
Back to album