তারাবানু বেগম

নান্দুরিয়া দাইঘরঃ তারাবানু বেগম (২২/০৪/১৯৬৩)। স্বামীর নাম ঠান্ডু মিয়া। গ্রামঃ কান্দাপাড়া, ইউনিয়নঃ আটিয়া, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল।

তারাবানু ১৯৯৯ সাল থেকে দাই কাজের সাথে জড়িত আছেন। তিনি তার শ্বাশুড়ির কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। তিনি সরকারী কোন প্রশিক্ষণ পাননি তবে উবিনীগ থেকে দাইয়ের প্রশিক্ষণ পেয়েছেন। মার্চ ২০১৫ ইং পর্যন্ত ৮৩ জন বাচ্চা প্রসব করিয়েছেন। তার গ্রাম থেকে ২ কিলোমিটার দুরে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই।

 

Back to album