তামসী বেগম (Tamosi Begum)
নান্দুরিয়া দাইঘরঃ তামসী বেগম (০৫/০৪/১৯৫৩)। স্বামীর নাম মৃতঃ জালাল ফকির। গ্রামঃ কান্দাপাড়া, ইউনিয়নঃ আটিয়া, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল।
তামসী বেগম ফুফু শ্বাশুড়ির কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। ১৯৭৩ সাল থেকে দাই কাজের সাথে জড়িত আছেন। তিনি মির্জাপুর হাসপাতাল এবং টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন। উবিনীগ থেকেও দাইয়ের প্রশিক্ষণ পেয়েছেন। এপ্রিল ২০১৫ ইং পর্যন্ত ২১ জন বাচ্চা প্রসব করিয়েছেন। তার গ্রাম থেকে ২ কিলোমিটার দুরে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। তার হাতে কোন বাচ্চা বা মা মারা যায় নাই।
Back to album