জিএম বিরোধী গণমোর্চার প্রতিবাদ সমাবেশ
১১ ফেব্রুয়ারি, ২০১৪ জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় জিএমও বিরোধী গণ মোর্চা ও বিটি বেগুন বিরোধী মোর্চার যৌথ উদ্যোগে আমরা বিটিবেগুন, জিএম আলু ও গোল্ডেন রাইসের মতো জিএম খাদ্য ফসল প্রবর্তনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. এম এ সোবহান। বক্তব্য রাখেন, ফরিদা আখতার, মহিদুল হক খান, সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীর আলম জনি, এস. এম সৈকত, আমিনুর রসুল, ইবনুল সাঈদ রানা, ফিরোজা বেগম ও নুপুর। প্রতিবাদ সমাবেশে বিটিবেগুনের ভয়াবহতা প্রতীকী মুখোশের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া, সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ফেস্টুনে বিটিবেগুন ও জিএম ফসলের ক্ষতির দিক তুলে ধরা হয়।
বিটিবেগুন মানুষের জন্য বা পরিবেশের জন্য নিরাপদ কিনা তা না জেনেই কৃষক পর্যায়ে চাষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
বিটিবেগুন সম্পর্কে আরও জানতে হলে আমাদের উবিনীগ ওয়েবসাইটে (www.ubinig.org) যোগাযোগ করলে আরও জানতে পারবেন।