লামায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত
বান্দরবানের লামায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বেসরকারী গবেষণা সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘তামাকের উপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও’ এ শ্লোগানকে মূল প্রতিপাদ্য বিষয় করে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উবিনীগের পরিচালক সীমা দাস সীমু, উবিনীগের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক টিটো, লামা পৌরসভার সাবেক মেয়র তাজুল ইসলাম, কৃষক মোমেনা বেগম, সমাজ সেবক মো. কাশেম প্রমুখ। মানববন্ধনে পাচ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা তামাকের ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন, লামা উপজেলার খাস জমি, মাতাহুুরী নদীর চর ও সরকারী জমিসহ আশপাশ এলাকার উর্বর খাদ্য ফসলের জমিতে ব্যাপক হারে ক্ষতিকর তামাক চাষ হচ্ছে। তারা বলেন, একই জমিতে বারবার তামাক চাষের ফলে এখানকার সবুজাভ পরিবেশ, মাটির উর্বরতা, পাহাড়-মাটি, নদী-খাল ও প্রাণবৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি এই চাষে সংশিøষ্টরা আক্রান্ত হচ্ছে জটিল রোগে। যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বের সঙ্গে দেশবাসীও সরব, সেখানে গাছগাছালির সবুজ বনায়নের বদলে এলাকায় তামাক চাষের প্রসার উদ্বেগ জনক। তাই খাস জমি, নদীর চরসহ সরকারী জমিতে তামাক চাষ বন্ধের দাবী জানানো হয়।