‘মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা’ বন্ধের দাবি
‘মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা’ বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীগ্রন্থ প্রবর্তনার আয়োজনে ১৯ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে বিকেল তিনটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সোমবাবেব আড্ডার সদস্য, বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সীমা দাস সীমু, সদস্য নারীগ্রন্থ প্রবর্তনা।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা চলছে। প্রায় ৫০ ভাগের কাছাকাছি রোহিঙ্গাদের গ্রাম জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছে এবং রোহিঙ্গাদের বিতারিত করেছে। এটা একটি গণ হত্যা। রোহিঙ্গা গণ হত্যা বন্ধ করতে হবে। রোহিঙ্গা নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ চরম মানবাধিকার লঙ্ঘন। অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানানো হয়। মিয়ানমারে যে গণহত্যা ও নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। নারী শিশুদের হত্যার জন্য সূচির বিচার হওয়ার দাবি জানানো হয়। সুচির নোবেল শান্তি পুরস্কার তুলে নেয়ারও দাবি জানান হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সেলিনা রশিদ, জেসমিন প্রেমা, তাহমিনা হাবিব, সাবিনা ইয়াসমিন, রোকেয়া বেগম ও সীমা দাস সীমু।