মালেকা বেগম (Maleka Begum)

নলশোঁধা দাইঘর: মালেকা বেগম (০২/০৮/১৯৬০) । স্বামীর নাম বাদশা মিয়া। গ্রামঃ বিষ্ণুপুর, ইউনিয়ন, পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাঈল।

দাইমা মালেকা বেগম তার মায়ের কাছে থেকে দাইয়ের কাজ শিখেছেন। ২০০২ সাল থেকে তিনি ধাত্রীর কাজ করছেন। ফেব্রুয়ারী পর্যন্ত তিনি ৩০ জনকে বাচ্চা প্রসব করিয়েছেন। তিনি উবিনীগ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তার হাতে কোন বাচ্চা মারা যায় নাই। তার এলাকার কাছাকাছি একটি স্বাস্থ্য কেন্দ্র আছে।

 

Back to album

Comments Must Be Less Than 5000 Charachter