আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ-২০১৫


মাটির বুকেই মানুষের জন্ম। মাটির উপরই মানুষের জীবন যাপন। আবার মাটির কোলেই চির শান্তি। তবে মানুষের অসমীচীন ব্যবহারের ফলে মাটি দুষণ হচ্ছে। তাইতো নাম না জানা এক কবির কথা মনে পড়ে “যার বুকে তুই জনম্ নিলি তারে চিনলি না। মাটির মঙ্গল করো রে ভাই মাটি যে তোর মা।”

হয়তো এরকম উপলব্ধি থেকেই জাতিসংঘ ২০১৫ সালকে “আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ (UN Internationnal Year of Soils, 2015) হিসাবে ঘোষণা করেছে। জাতিসংঘের ৬৮ তম সাধারণ সভায় ২০১৫ সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ- হিসাবে পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ব মৃত্তিকা দিবস, ১৫ ডিসেম্বও, ২০১৪ তারিখে ২০১৫ সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ হিসাবে পালন করার ঘোষণা দেয়া হয়। এ ঘোষণার প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবান মাটি (Healthy soils for a healthy life)"। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই “আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

এ প্রসঙ্গে জাতিসংঘের মহা সচিব বানকিমুন বলেন,“স্বাস্থ্যবান মাটি ছাড়া এ পৃথিবীতে মানব জীবন টেক সই হবে না।”

খাদ্য ও কৃষি সংস্থা (FAO, UN) ২০১৫ সালকে “আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ” হিসাবে পালন করবে।

মাটির উৎপাদিকা শক্তি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচরণা চালানো হবে। জোসে গ্রাজিয়ানো দ্যা সিলভা, মহাপরিচালক, এফ. এ. ও আশাবাদ ব্যক্ত করেন, “আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ সকলের জন্য সকলের হাতে টেকসই উন্নয়নের পথ সুগম করবে।” এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এক সেন্টিমিটার মাটি তৈরী হতে ১০০০ বছর সময় লাগে। খাদ্য নিরাপত্তার স্বার্থে মাটি সংরক্ষণ খুবই জরুরী।”

আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ ২০১৫ এর বিশেষ উদ্দেশ্য:

১. সুশীল সমাজ এবং নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মাঝে মানবজাতির জন্য মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ;

২. খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন পরিপ্রেক্ষিতে অভিযোজন; পরিবেশের ভারসাম্য রক্ষা; দারিদ্র দূরীকরণ এবং টেকসই উন্নয়ন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা ;

৩. টেকসই মাটি ব্যবস্থাপনা এবং মৃত্তিকা সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে গৃহিত নীতি এবং কার্যক্রমে সহায়তা করা;

৪.মৃত্তিকা সম্পদ ব্যবহারকারী বিভিন্ন জনগোষ্টি ও সংগঠন এর জন্য স্বাস্থ্যবান মাটি প্রাপ্যতা নিশ্চিত করার জন্য বিনিয়োগ অগ্রগতি করা ;

৫. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০১৫ পরবর্তী এজেন্ডাসমূহ জোড়দার করা এবং

৬. মৃত্তিকা সংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং সকল স্তরে নজরদারি করার জন্য দক্ষতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা (বৈশ্যিক, আঞ্চলিক এবং জাতীয়)।

মাটির স্বাস্থ্য উন্নয়নের স্বার্থে অবশ্য করণীয়:

১. জৈব পদার্থ, কমপোষ্ট, গাছপালার বর্জ ইত্যাদি প্রয়োগ করে মাটির জৈব অংশ বৃদ্ধি করতে হবে।

২. মাটির উপরে এবং অভ্যন্তরে প্রাণবৈচিত্র্য রক্ষা করতে হবে।

৩. ছত্রাক ও শ্যাওলাসহ মাটির অনুজীব বৈচিত্র্য রক্ষার ব্যবস্থা করতে হবে।

৪. জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।

৫. মাটির উপরিভাগ সব সময় গাছপালা ও ফসলের দ্বারা ঢেকে রাখতে হবে।

৬. মাটি যথা সম্ভব কম কর্ষণ করে ফসলের বর্জ দ্বারা ঢেকে রাখতে হবে

৭. অজৈব সারের ব্যবহার কমাতে হবে এবং বালাই নাশকের ব্যবহার বন্ধ করতে হবে।

শক্তিশালী খাদ্য ব্যবস্থা, উন্নত গ্রামীণ জীবন জিবিকা এবং স্বাস্থ্য সম্মত পরিবেশ টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। নিম্ন লিখিত বিষয় থেকে উজ্জল ভাবে প্রতিয়মান হয় যে মাটি মানুষের অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ:-

 ১. স্বাস্থ্যবান মাটিই স্বাস্থ্যকর খাদ্যের ভিত্তি;

২. গাছপালার ভিত্তি মাটি, যার উপর নির্ভশীল মানুষের খাদ্য, আঁশ, জ্বালানী, ঔষধ, বাসগৃহ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য;

৩. প্রাণবৈচিত্র্য মাটির উপর নির্ভরশীল;

৪. মাটি মানুষকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, লড়াই ও অভিযোজন প্রক্রিয়ার মধ্যে টিকে থাকতে সহায়তা করে এবং

৫.মাটি পানি সংরক্ষণ করে বন্যা ও খরা মোকাবেলা করতে সহায়তা করে।

 মাটি অ-নবায়ন যোগ্য সম্পদ। তাই খাদ্য নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের জন্য মাটি সংরক্ষণ করা জরুরী।

 


Click Here To Print


Comments Must Be Less Than 5,000 Charachter