আড়াই মন ধান বেচে এক কেজি ইলিশ! খাবো কি?
এক মন ধানের দাম ৬০০-৭০০ টাকা। এক কেজি ইলিশের দাম ১২০০-১৫০০ টাকা। পহেলা বৈশাখ উপলক্ষে এ কী কাণ্ড! গরিবের পেটে কি আর ইলিশ যাবে না? বর্তমান গরুর মাংসেও দাম বেড়েছে প্রতি কেজি ৩৩০-৩৫০ টাকা কেজি।
একজন কৃষক যদি এক কেজি ইলিশ কেনার জন্য তার ঘরের গোলা থেকে আড়াই মন ধান বিক্রি করে ইলিশ মাছ খেতে চায় তাহলে সে কৃষকের থাকলো কি।
এতেই বোঝা যাচ্ছে ধান চাষী কৃষকরা সর্বদিক থেকে দিশেহারা। তারা তাদের নিজেদের পারিশ্রমিকটাই পাচ্ছে না ঠিক ভাবে।
ধানের বাজারে ধানের ধাম কমলেও মাছ গোশতের বাজার চড়া আছে। বৈশাখের কারণে ইলিশের বাজার আগুন। এখন ধান চাষী কৃষক যদি এক কেজি গরুর গোশতো কিনতে চায় তাহলে তাকে দুই মোন ধান বিক্রি করতে হবে।
আমি নিজেও একজন কৃষকের ছেলে তাদের দুর্দশাদেখেছি। কিভাবে তারা জমিতে সারাদিন রোদে পুরে কাজ করে। আমি নিজেও জমিতে অনেক কাজ করেছি। এতো পরিশ্রমের পরও কেন কৃষকরা তাদের ন্যায্য পাওনা পাবে না।
আমরা আজ যারা পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ কিনছি বেশি দাম দিয়ে। তাদেরকে বলি ধান চাষি কৃষকের কাছ থেকে আপনার ধানের দাম বেশি দিয়ে কিনবেন কি?
কৃষক উপকৃত হলে দেশের কৃষি ব্যবস্থা টিকে থাকবে, নয়তো কৃষক কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিবে।
আশা করি কৃষক তার ন্যায্য পাওনাটা যেন পায় কৃষিতে।