মায়ের দুধের বিকল্প নেই


আদিকাল থেকে মায়েরা সন্তানকে বুকের দুধ পান করান। মায়ের দুধ শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী। নবজাতক শিশুকে এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ পান করালে মা এবং শিশু উভয়েরই স্বাস্থ্যের জন্য ভাল। মায়ের বুকের প্রথম শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে বিবেচনা করা হয়। কারণ মায়ের শাল দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশী। এএফপির খবরে জানানো হয়, দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নাল পরিচালিত জরিপ বলছে, মায়ের বুকের দুধ পান করলে আট লাখের বেশি শিশুর মৃত্যু রোধ করা সম্ভব। প্রতিবছর অনেক মা স্তন ক্যানসারে আক্রান্ত হয়। মায়ের বুকের দুধ পান করালে ২০ হাজার মায়ের স্তন ক্যানসারে মৃত্যু রোধ করা সম্ভব। মায়ের বুকের দুধ পান না করালে সে সব মায়েদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়। সেটা প্রমান পেয়েছি আমার এক আত্মীয়ের এক সন্তান চার মাস বয়সে তার জল বসন্ত হয়ে মুখে ঘা হয়েছিল। ঐ শিশুটি মায়ের বুকের দুধ টেনে খেতে পারতো না। পরে তার মায়ের বুকের দুধ আস্তে আস্তে শুকিয়ে যায়। শিশুকে বুকের দুধের বিকল্প কি খাদ্য হিসেবে কোম্পানির প্রতিনিধি নির্ভর ডাক্তার পরামর্শ দেন বাচ্চাকে পটের দুধ খাওয়াতে। পটের দুধ খাওয়ানোর পর ঐ শিমুটির শিশুটির প্রথমে ডায়রিয়া শুরু হয়। পরে রক্ত আমাশা হতে হতে বাচ্চাটি রক্তশূন্যতাসহ অপুষ্টিতে ভোগে। ঢাকা শহরের অনেক হাসপাতালে চিকিৎসা করেও বাচ্চা সুস্থ করা সম্ভব হয়নি। অবশেষে এ আত্মীয়ের পরামর্শে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডা. রিয়াজ মোবারকের কাছে যান। তিনি রক্ত আমাশার জন্য যে ওষুধ লিখে দেন সেই ওষুধ খাওয়ানোর পর শিশুটি সুস্থ হয়ে যায়। কিন্তু লাভবান হয় বিভিন্ন দুধের কোম্পানি ও ওষুধ কোম্পানিগুলো। বর্তমানে ডাক্তারা শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেন। ৬ মাস পর থেকে শিশুকে বাড়তি খাবার খাওয়াতে পরামর্শ দেন। মায়েরা সন্তানকে বুকের দুধ পান করালে টাকা ও জীবন দুটিই বাঁচানো সম্ভব।

(২০১২ সালে মায়ের দুধ কম পান করানো ও শিশুর বিকল্প খাদ্যের ব্যবহার বেশি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ৩০ হাজার কোটি ডলার বেশি ব্যয় হয়েছে। যে মায়েরা সন্তানকে বুকের দুধ পান করান, তাঁরা বছরে বিশ্ব অর্থনীতিতে ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন ডলার) ডলার বাঁচাচ্ছেন। ২৯ জানুয়ারি, ২০১৬ যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা-বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত প্রবন্ধে এমনটা জানা যায়)। তথ্যসুত্র: ২ ফেব্রুয়ারি, ২০১৬ প্রথম অলো অনলাইন


Click Here To Print


Comments Must Be Less Than 5,000 Charachter