ফকির লালন সাঁইজীর দোল উৎসব-১৪২০
সামান্যে কি তার মর্ম জানা যায় এই গানের শিরোনামে নবপ্রাণ আখড়াবাড়ি, লালনের কুষ্টিয়া ছেঁউড়িয়াতে দোল উৎসব পালিত হচ্ছে। প্রতিবারের মত নবপ্রাণ আন্দোলন এই উৎসব পালন করে আচ্ছে।
দোল উৎসবের নিয়মানুযায়ী গত ১৫ মার্চ ২০১৪ তারিখ সন্ধায় থেক সাধুদের অধিবাস শুরু হয়। সাধুরা গুরুভক্তি চালপানি নেবার পরে ভক্তিমূল্য গান পরিবেশন করেন।
ফকির লালন শাহর মাজারের দোল পূণির্মার রাতের ছবি
নবপ্রাণ আন্দোলনের কর্মসূচী অনুযাই গানের কর্মসূচী নিয়ম অনুযাই পরিবেশন হচ্ছে। নবপ্রাণ আন্দোলনের দোল উৎসব কমর্সূচী চলবে ১৭ তারিখ পর্যন্ত। সাধুদের আনাগুনা ও সাধারন মানুষের চলাচল বাড়ছে।
লালন ফকির দেহত্যাগ করেন প্রায় ১২৩ বছর হয়ে চলেছে। দিনে দিনে লালান ফকিরের পরিচয় বাড়ছে মানুষের মধ্যে তার গানের ভাবও বাড়ছে। তাই তো হাজারো মানুষের ঢল পড়েছে লালনের ছেঁউড়িয়াতে।
নবপ্রাণ আন্দোলনের মূল গানের মঞ্চ ও দর্শকদের একাংশ
ফকির লালন শাহ এমন একজন মানুষ তার পরিচয় এখন মানুষ যানে না। মানুষের মধ্যে এখন প্রশ্ন আসে লালন ফকির কোথা থেকে আসে কি তার পরিচয়। তার পরিচয় আমরা সাধারণত তার গানের ধারা থেকে পাই, তিনি অস্প্রদায়ীক চেতনার তার অসংখ্য চেতনা রেখে গেছেন এই দেশের গানের ধারায় ও মানুষের মধ্যে তা এখন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে।