উবিনীগ সম্পর্কে

‘উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা’ (উবিনীগ) শুরু হয়েছে ১৯৮৪। দাতা সংস্থাগুলো উন্নয়নের যে ধারণা চাপিয়ে দিচ্ছিলো সেইসব ধারণা ও কর্মকাণ্ড পর্যালোচনার তাগিদ থেকে একটি পাঠচক্র থেকে এটি শুরু হয়। একটা পর্যায়ে শুধু কথা নয় কাজও করা দরকার এই চিন্তা আসার পর গ্রাম পর্যায়ে কাজের ইচ্ছাটাও জাগে। সে সময় অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান বা এনজিওরা ব্যস্ত ছিল উন্নয়নের সেবা পৌঁছে দেবার জন্যে, কেউ প্রশিক্ষণ দিচ্ছে, কেউ আয় বাড়াবার জন্যে ঋণ দিচ্ছে, কেউ দরিদ্র মানুষকে সচেতন করছে তার অবস্থা পরিবর্তনের জন্য। এই সময় দাতা সংস্থা হিশেবে বিশ্ব ব্যাংক সক্রিয়ভাবে “প্রেসক্রিপশান” দিচ্ছে রপ্তানীমূখী উন্নয়ন নীতি অবলম্বনের জন্য। তৈরী পোশাক শিল্প গড়ে (আরো পড়ুন )