এক তরফা নির্বাচন বন্ধ কর, নির্যাতন নিপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ করুন

গত ৭ ডিসেম্বর বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে সম্মিলিত নারী সমাজের আয়োজনে কালো পতাকা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিভিন্ন নারী সংগঠন, শ্রমিক ও নানা পেশার নারীরা অংশ্রগ্রহণ করেন, সম্মিলিত নারী সমাজ দাবী জানায় এক তরফা নির্বাচন বন্ধ কর, নির্যাতন, নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড বন্ধ কর এবং জনগণের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা কর। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী সমাজের নেত্রী ফরিদা আখতার, বক্তব্য রাখেন সীমা দাস সীমু, সামিয়া আফরিন, ফিরোজা বেগম, রোকেয়া বেগম, শাহীনুর বেগম,রওশন আরা রুশো, শম্পা বসু, ফেরদৌস আখতার লিলি সহ আরও অনেকে।


(আরো পড়ুন )