'সার্বজনীন স্বাস্থ্য সেবা' বছর ৩, মে, ২০১৪


স্বাস্থ্য অধিকার তৃতীয় বার্ষিক সংখ্যাটি সময়ের একটু ব্যবধানে বের হচ্ছে। অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্যে আমরা দুঃখিত। তবে আমাদের কাজ থেমে থাকে নি। ২০১২-২০১৩ সালের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতেও আমাদের কাজ চালিয়ে গেছি। এর জন্যে স্বাস্থ্য আন্দোলনের সহযোদ্ধাদের আমরা ধন্যবাদ জানাই।

দুঃখজনক হচ্ছে এর মধ্যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য সেবার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলামকে হারিয়েছি ২৪ জানুয়ারি, ২০১৩ তারিখে। তিনি স্বাস্থ্য আন্দোলনের সভাগুলোকে খুব গুরুত্ব দিয়ে আসতেন এবং তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করতেন। তিনি সবসময় আমাদের মাঝে সেই অনুপ্রেরণার উৎস হয়ে আছেন এবং থাকবেন। স্বাস্থ্য অধিকারের তৃতীয় সংখ্যাটি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উৎসর্গ করা হয়েছে।

আমরা জানি স্বাস্থ্য অধিকার যে সব তথ্য ও ব্যাখ্যা উপস্থাপন করে তার একটি চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকার বাইরে জেলা পর্যায়ে যারা কাজ করেন তাঁদের এই তথ্য পাবার আগ্রহ অনেক বেশী। স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে জেলা পর্যায়ে সভা করতে গিয়ে আমরা সেই ধারণা পেয়েছি।

এবারের সংখ্যায় আমরা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার ওপর কিছু লেখা এবং বাজেট নিয়ে বিস্তারিত লেখা দিয়েছি। প্রতি বছর বাজেট ঘোষণা হয় এবং প্রতি বছর বাজেট বরাদ্দ দেখে আমরা হতাশ হই। সংবাদ সম্মেলন করে সেই হতাশা প্রকাশ করা ছাড়া আমাদের আর কোন উপায় থাকে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা কোন উদ্যোগ নিতে দেখি না জনগণ কেমন স্বাস্থ্য বাজেট চায়, সেটা জানার জন্যে। তাই আমাদের কথা আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। সরকার না শুনলেও জনগণের কাছে সেই কথা আমরা পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। স্বাস্থ্য অধিকার যেভাবে এই আলোচনা তুলে এনেছে আমাদের বিশ্বাস ভবিষ্যতে কেউ স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা করতে চাইলে কাজে লাগবে। আমরা সেই দীর্ঘ মেয়াদী উদ্দেশ্য নিয়েই কাজ করছি।

কিছু সময় ধরে পত্র-পত্রিকা ও ইলেক্টনিক মিডিয়াতে ভুল চিকিৎসা বা চিকিৎসায় অবহেলা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছি।

‘স্বাস্থ্য অধিকার’ বার্ষিক প্রতিবেদনে সকলের লেখার সুযোগ রয়েছে। আমরা সকলের অংশগ্রহণে ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংখ্যা উপহার দিতে পারবো আশা করছি।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।