হাসপাতালের সামনে তামাক পণ্যের জমজমাট ব্যবসা


নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর গেইটের দুই পাশে তামাক পণ্য (সিগারেট, পানের সাথে জর্দ্দা ও সাদাপাতা) এর ব্যবসা জমজমাট

কথাটা বলার অর্থ হচ্ছে আমরা নিশ্চয় সকলে জানি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) রয়েছে। তামাক ব্যবহার ও উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য এই আইন রয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহায়তা করার জন্য তামাক বিরোধী বিভিন্ন সংগঠন ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ২০০৫ (নিয়ন্ত্রণ) আইনের ৪ ধারা ধূমপান মুক্ত এলাকা হিসাবে কয়েকটি জায়গাকে পাবলিক প্লেস হিসাবে চিহ্নিত করেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান হলো হাসপাতাল ও ক্লিনিক ভবন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর সংজ্ঞা ২(গ) ধারায় তামাকজাত দ্রব্য হিসাবে গুল, জর্দ্দা, সাদাপাতা অর্ন্তভুক্ত রয়েছে। যদিও ধারা ৪ অনুযায়ী আইনে পাবলিক প্লেসে শুধু ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

তাবিনাজ তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে দেখছে হাসপাতাল এর ভিতর শুধু সিগারেট, বিড়ি নয় এর সাথে জর্দ্দা, সাদাপাতা, গুলও প্রচুর ব্যবহার হচ্ছে। যার প্রমাণ হাসপাতাল ঘুরে দেখা যায়। বিড়ি, সিগারেট যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি জর্দ্দা, গুল স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতি হয়। Global Smokeless Tobacco report অনুযায়ী বাংলাদেশে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ২৮ মিলিয়ন। এর মধ্যে মুখের ভিতর নানান ধরণের ক্যান্সারের একটি অন্যতম কারণ হচ্ছে ধোঁয়াবিহীন তামাক পণ্য ব্যবহার। তাবিনাজ সদস্য বিভিন্ন হাসপাতাল ঘুরে কিছু রোগীও সনাক্ত করেছে যাদের মুখে নানান ধরণের জটিল রোগে আক্তান্ত হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসার জন্য আসছে। এমন কিছু চিত্র দেখা গেলো নারায়নগঞ্জ হাসপাতালের ভিতরে যারা ডাক্তারের জন্য অপেক্ষা করছে নানান ধরনের সমস্যা নিয়ে এর মধ্যে আবার কেউ কেউ মুখে পানও রয়েছে। কথা বলতে গিয়ে জর্দ্দার গন্ধ পাওয়া গেছে। কথা বলে জানা গেল পানের সাথে সাদাপাতা খেয়েছে। এটা একটা সাধারণ চিত্র যা প্রায়ই দেখা যায়।

এরই সাথে যে গুরুত্ব দিয়ে যুক্ত করতে চাই তা হলো হাসপাতালের গেইটের দুই পাশে দুটি জমজমাট সিগারেটের দোকান। এতে ক্রেতা ও ভোক্তা সিগারেট, পান, জর্দ্দা কিনে খাচ্ছে বা অন্য কারো জন্য নিয়ে যাচ্ছে।


হাসপাতালের সামনে তামাক পণ্যের দোকান


গেইটের ভিতর একটু গেলে দেখা গেল আয়েসে সিগারেট টানছে যা সম্পূর্ণ হাসপাতালের ভিতরে এবং আইনতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। ধূমপায়ীকে দেখতে গিয়ে নাটাবের তামাক নিয়ন্ত্রণ সাইন বোর্ড রয়েছে যাতে পরিষ্কার ভাবে আইনের ধারা উল্লেখ রয়েছে।


হাসপাতালের সামনে ধুমপান করছে


নারায়নগঞ্জ হাসপাতাল শুধু আইনের ধারা মোতাবেক ‘ধূমপান মুক্ত এলাকা’, একই সাথে তামাক পণ্য হিসাবে সকল ধরনের ‘তামাক মুক্ত এলাকা’ হিসাবে ২৮ অক্টোবর,২০১৫ তারিখে নারায়নগঞ্জ সিভিল সার্জন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ সকল উপজেলা হাসপাতাল তামাক মুক্ত নোটিশ জারি করেছেন। হাসপাতাল ধূমপান মুক্ত। তামাক নিয়ন্ত্রণ আইনের সজ্ঞা মোতাবেক হাসপাতালগুলোকে সব ধরনের তামাক মুক্ত করা দরকার। তাই দৃশ্যমান পদক্ষেপ হিসাবে -

প্রথমত: হাসপাতাগুলোর ভিতর ধূমপান ও তামাক মুক্ত এলাকা নিশ্চিত করা।

দ্বিতীয়: হাসপাতালের আশেপাশে এবং গেইটের কাছেতো নয়ই এমন জায়গাগুলোতে কোন প্রকার তামাক পণ্য বিপনন করতে না পারে তা নিশ্চিত করা।

তৃতীয়ত: কেউ যেন হাসপাতালের ভিতর তামাক পণ্য ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।