মাননীয় অর্থপ্রতিমন্ত্রী, জনাব এম এ মান্নান এর সাথে তাবিনাজ প্রতিনিধিদের সাক্ষাৎ


আসন্ন ২০১৭-১৮ বাজেটে ধোয়াঁবিহীন (গুল, জর্দা) তামাক এক্স ফ্যাক্টরি প্রথা বাতিল করে প্যাকেট/ কৌটা ওজন ও সাইজ অনুযায়ী কার্যকর ভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করার দাবি জানাতে মাননীয় অর্থপ্রতিমন্ত্রী, জনাব এম এ মান্নান এর সাথে তাবিনাজ প্রতিনিধিদের সাক্ষাৎ।

আসন্ন ২০১৭-১৮ বাজেটে ধোয়াঁবিহীন (গুল, জর্দা) তামাক পণ্যে কর বৃদ্ধি প্রসঙ্গে জনাব এম এ মান্নান মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, এর সঙ্গে ৫ মার্চ ২০১৭ তারিখে দুপুর ১ টায় তাবিনাজ সদস্যরা দেখা করতে যান। অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান আশ্বাস দেন যে, আগামি বাজেট ২০১৭-১৮ এ ধোঁয়াবিহীন তামাকের বিষয়টি গুরুত্ব পাবে।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ফরিদা আখতার, আহবায়ক, তাবিনাজ, সাইদা আখতার, সমন্বয়ক, তাবিনাজ, ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, গ্রান্ট ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস্ (সিটিএফকে) বাংলাদেশ। ড. রুমানা হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব মোকলেসুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ঢাকা আহসানিয়া মিশন, শারমিন রহমান, প্রোগ্রাম অফিসার, ঢাকা আহসানিয়া মিশন, সীমা দাস সীমু, পরিচালক, উবিনীগ, রোকেয়া বেগম, গবেষক, শারমিন কবীর বিনা, তাবিনাজ সদস্য, এবং মো: রাশেদুজ্জামান, গবেষক।

তবিনাজের পক্ষ থেকে লিখিত ভাবে অর্থ প্রতিমন্ত্রীর কাছে আসন্ন বাজেট ২০১৭-১৮ গুল- জর্দার ক্ষেত্রে এক্স ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে প্যাকেট/ কৌটা ওজন ও সাইজ অনুযায়ী কার্যকর ভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করার প্রস্তাব করা হয়।

ফরিদা আখতার আহবায়ক, তাবিনাজ, ধোঁয়াবিহীন তামাক ব্যবহার জনিত ক্ষতি সম্পর্কে তুলে ধরেন।

প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৪৩% তামাক সেবনকারী হলেও ২৩% ধূমপান করে আর ২৭% ধোঁয়াবিহীন তামাক সেবন করেন। ধোঁয়াবিহীন তামাক সেবনের হার পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশী (২৮%)। অতএব ধোঁয়াবিহীন তামাকের বিষয়টি গুরুত্বের সাথে দেখা দরকার।

ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, গ্রান্ট ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস্ (সিটিএফকে), বাংলাদেশ তিনি বলেন ধোঁয়াবিহীন তামাক সেবনে মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার, রক্তচাপ ও হৃদকম্পন বৃদ্ধির মতো মারাত্মক রোগের কারণ। এছাড়া নারীদের ক্ষেত্রে সন্তান জন্মদান সংক্রান্ত জটিলতা (যেমন কম ওজনের সন্তান জন্মদান) হতে পারে।

ড. রুমানা হক বলেন তামাক দ্রব্য থেকে পাওয়া রাজস্বের মধ্যে ধোঁয়াবিহীন তামাক থেকে মাত্র ১% কর আদায় হয়।

সাইদা আখতার, সমন্বয়ক, তাবিনাজ, জর্দার বিভিন্ন কৌটার সাইজ ও গোলাকার ধরণ হওয়ার কারণে এর দামের তারতম্য ঘটাতে সাহায্য করে এবং সচিত্র সতর্কবাণী প্রদানে আইন লঙ্ঘিত হয়। এক্স ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে প্যাকেট/ কৌটা ওজন ও সাইজ অনুযায়ী কার্যকর ভাবে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করার প্রস্তাব করেন ।

তাবিনাজের সুপারিশের প্রেক্ষিতে অর্থ প্রতিমন্ত্রী, জনাব এম এ মান্নান আশ্বাস দিয়ে বলেন, আমি অবশ্যই আপনাদের এই কাজে সহায়তা করবো। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য জর্দা, গুল, সাদাপাতা নিয়ে আমি সংসদে কথা বলবো। ২০৪০ সালে বাংলাদেশকে তামাক মুক্ত করার জন্যে সরকার আন্তরিক।

সুপারিশ


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।