বিশ্ব তামাকমুক্ত দিবস, ২০১৭


বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৭ পালন উপলক্ষে তামাক বিরোধি নারী জোট (তাবিনাজ) ঢাকায় অন্যান্য তামাক বিরোধি সংগঠনের পাশাপাশি সরকারি কর্মসুচিতে অংশগ্রহণ করে । জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর সমন্বয়ে তামাক বিরোধি সংগঠন সমূহকে রাজধানির বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে তামাক – উন্নয়নের অন্তরায় এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে তামাক নিয়ন্ত্রণের বক্তব্য সম্বলিত পোষ্টার, ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়। তাবিনাজের দায়িত্ব ছিল হাইকোর্টের কাছে কদম ফোয়ারার চারপাশে সাজানোর। তাবিনাজ ধোঁয়াবিহীন তামাকপণ্য ও তামাক চাষের ওপর গুরুত্ব দিয়ে কয়েকটি ফেস্টুন তৈরি করে রাত ১০টা থেকে একটা পর্যন্ত কাজ করে সাজিয়ে আসে। সাজাবার সময় কেউ কোন বাধা দেয়নি। [ছবি দেখুন] কিন্তু সকাল হতেই দেখা যায় সেগুলো কে বা কারা সরিয়ে ফেলেছে। সকালে খোঁজ নিয়ে কে সরিয়েছে তা কেউ বলতে পারে নি।


কদস ফোয়ারা ঢাকা


কদস ফোয়ারা ঢাকা


তামাক বিরোধি সংগঠনসমূহ পরিকল্পনা করে যে এই দিনে ওসমানী মিলনায়তনে সরকার বিশ্ব তামাকমুক্ত দিবস, ২০১৭ পালনের অনুষ্ঠানের আগে সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সামনে তামাকপণ্যে মূল্যস্তর প্রথা বাতিল এবং তামাক করনীতি প্রনয়ণের দাবীতে একটি মানববন্ধন করা এবং এনবিআর চেয়ারম্যানকে একটি স্মারক লিপি দেয়া। প্রতিটই সংগঠন থেকে চার পাঁচজন করয়ে প্রতিনিধি আসলেং এবং একটি মানববন্ধন করা হোল। চার সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে আসলেন।


রাজস্ব ভবন


ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রি মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানের পর তিনি তামাক বিরোধি সংগঠনের স্টল্গুলো ঘুরে দেখেন। এই সময় তিনি তাবিনাজের স্টলে এসে জর্দা ও গুলের কৌটা নিয়ে কথা বলেন।


বিশ্ব তামাক দিবস ২০১৭ নাসিম


বিশ্ব তামাক দিবস ২০১৭ নাসিম


বিশ্ব তামাক দিবস ২০১৭


বিশ্ব তামাক দিবস ২০১৭


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।