তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) সম্মেলন, ২০১৪


গত ২৬ ফেব্রুয়ারি,২০১৪ তারিখে উবিনীগের রিদয়পুর বিদ্যাঘর টাংগাইলে ‘তামাকজাত দ্রব্যের ক্ষতি থেকে নারীকে রক্ষা কর’ শিরোনামে অনুষ্ঠিত হয় তাবিনাজ সম্মেলন। এই সম্মলনে অংশগ্রহন করেছে বাংলাদেশের ৩৭টি জেলার তাবিনাজ সদস্য, বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করা তামাক নিয়ন্ত্রণ সংগঠন (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এ্যাকশন ইন ডেভেলপমেন্ট, ইনভাইরনমেন্ট কাউন্সিল বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন, ডাব্লিউবিবি ট্রাষ্ট, ন্যাশনাল এন্টি-টিবি এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডস্), টাংগাইল জেলার স্থানীয় পত্রিকার সাংবাদিক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা তথ্য কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠন।

সম্মেলনের চারটি ভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্ব, অধিবেশন-১ তাবিনাজের তামাক নিয়ন্ত্রণ কাজের পর্যালোচনা, অধিবেশন-২ তাবিনাজের ভবিষ্যৎ কাজের দিক এবং সমাপনী পর্ব।

উদ্বোধনী পর্বের শুরুতে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে গান পরিবেশন করেন নয়াকৃষির কৃষক আক্কাচ আলী মিয়াসহ আরো অনেকে। গানের পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীগ্রন্থ প্রবর্তনা ও তাবিনাজের সমন্বক সাইদা আখতার। তাঁর উপস্থাপনায় তামাকজাত দ্রব্যের ক্ষতি থেকে নারীকে রক্ষা, তামাকজাত দ্রব্য সম্পর্কে সাধারন তথ্য, তাবিনাজের মূল উদ্দেশ্য এবং তাবিনাজের সুনির্দিষ্ট প্রস্তাবনা উল্লেখ করেন।


তাবিনাজ সম্মেলন ২০১৪

তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে গান পরিবেশন করেন নয়াকৃষির কৃষক আক্কাচ আলী মিয়াসহ আরো অনেকে।


উদ্বোধনী পর্বে বিশষ অতিথি টাংগাইল জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ বলেন, তামাকের কোন গুন নেই। মাথা থেকে পা পযর্ন্ত তামাক ক্ষতি করে। ওরাল ক্যান্সার, বার্জার ডিজিজ, মুখের আলসার, ব্রেনের সেল নষ্ট হয়ে যায়। তিনি টাংগাইর জেলায় তামাক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবার আহবান জানান।


টাংগাইল জেলার সিভিল সার্জন

উদ্বোধনী পর্বে বিশষ অতিথির বক্তব্য রাখছেন টাংগাইল জেলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ।


প্রধান অতিথি টাংগাইলের জেলা প্রশাসক মো; আনিছুর রহমান মিয়া বলেন, নারীরা ধুমপান, জর্দা, গুল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মায়ের সাথে থাকায় শিশুরাও রোগে আক্রান্ত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশের ৫৪ টি জেলার প্রতিনিধি এক হয়েছে সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাবিনাজ সম্মেলনে জেলা প্রশাসক মো; আনিছুর রহমান মিয়া ঘোষনা দেন যে, টাংগাইলে যেন কোন অবস্থাতেই তামাক চাষের বিস্তার না ঘটে সেই দিকে তিনি পদক্ষেপ নিবেন।


তাবিনাজ সম্মেলন ২০১৪

তাবিনাজ সম্মেলনের বক্তব্য রাখছেন জনাব মোঃ আনিসুর রহমান মিয়া, জেলা প্রশাসক, টাংগাইল।


ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডসের বাংলাদেশ কোার্ডিনেটর তাইফুর রহমান বলেন, মদ্যপানের চেয়েও তামাক ক্ষতিকর। সমাজের উদাসীনতার কারণে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তামাক উৎপাদন প্রক্রিয়া থেকেই নারীকে সম্পৃক্ত থাকতে হচ্ছে। “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ( সংশোধন) আইন- ২০১৩” এর বিধিমালা চুড়ান্ত হলে আইনের প্রয়োগ অনেক কার্যকর হবে। তামাক বিরোধী নারী জোটের আন্দোলন অনেকখানি সফলতা এনেছে বলে তিনি মনে করেন।


তাইফুর রহমান

বক্তব্য রাখছেন ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডসের বাংলাদেশ প্রতিনিধি তাইফুর রহমান।


অধিবেশন-১ তাবিনাজের তামাক নিয়ন্ত্রণ কাজের পর্যালোচনা

এই অধিবেশনে শাহীনুর বেগম এর সঞ্চালনায় তামাক নিয়ন্ত্রণ কাজের পর্যালোচনা করা হয়। তামাক বিরোধী নারী জোটের সদস্যদের এক বছরের কাজের প্রতিবেদনের ফলাফল পর্যালোচনা করা হয়। সদস্যদের প্রতিবেদনের গুনগত মান দেখার জন্য ৭ জনের একটি টীম কাজ করে। এর মধ্যে ২জন শিক্ষক ছিলেন। সকলের দেওয়া মানের প্রেক্ষিতে প্রথম হয় নাইস ফাউন্ডেশন, খুলনা, দ্বিতীয় হয় আদর্শ মহিলা সংস্থা,পটুয়াখালী এবং তৃতীয় হয় নারী কল্যাণ সংস্থা, নারায়নগঞ্জ। এরপর সম্মেলনে প্রদর্শিত “দেয়াল পোষ্টার” এর গুনগত মান দেখার জন্য ৬ জনের একটি টীম কাজ করে। দেয়াল পোষ্টার প্রদর্শিনীতে প্রথম হয় অংকুর দু:স্থ নারী উন্নয়ন সংস্থা, সিরাজগঞ্জ, দ্বিতীয় হয় দুইজন আরডিএস, দিনাজপুর ও রুরাল ডেভেলপমেন্ট সেন্টার, মাগুড়া এবং তৃতীয় হয় নাইস ফাউন্ডেশন, খুলনা।


তাবিনাজ সম্মেলন ২০১৪

খাঁচার ভিতরে তামাকজাত দ্রব্য (৩৮টি জেলা থেকে সংগ্রহ করা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা, আলাপাতা) রেখে বোঝানো হয়েছে যে এই তামাকজাত দ্রব্যগুলো “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ( সংশোধন) আইন- ২০১৩ তে অন্তর্ভুক্ত হয়েছে । 


তাবিনাজ সদস্যদের প্রতিবেদন এবং দেয়াল পত্রিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বীকৃতি দেবার পরে তামাক নিয়ন্ত্রণ কাজের আলোচনা করেন জিনাত রহমান, নির্বাহী পরিচালক, আরডিএস, দিনাজপুর। তিনি আইন নিয়ে যে কাজগুলো করেছেন তা তুলে ধরেন। হোসনে আরা জলি, নির্বাহী পরিচালক, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট, সিরাজগঞ্জ। তিনি সচেতনমূলক যে কাজগুলো করেছেন তা তুলে ধরেন। কাওসার পারভীন, নির্বাহী পরিচালক, বরিশাল মহিলা কল্যাণ সংস্থা, বরিশাল। তিনি তামাক বিরোধী কাজের পরিবেশ সম্পর্কে তুলে ধরেন। মাহমুদা বেগম নার্গিস, তাবিনাজ, তামাক চাষ থেকে খাদ্য উৎপাদন সম্পর্কে তুলে ধরেন। মালেকা বেগম, দাইমা, মা ও শিশু স্বাস্থ্য রক্ষার্থে ধোঁয়াবিহীন তামাক ব্যবহার বন্ধের প্রসঙ্গে বলেন। শাহানাজ পারভীন, নয়াকৃষির কৃষক, খাদ্যফসল উৎপাদন করার সুবিধা ও প্রয়োজন সম্পর্কে বলেন।


দেওয়াল পত্রিকা

তামাক নিয়ন্ত্রণ সংগঠনের প্রকাশিত বিভিন্ন পোষ্টার মধ্যে একটি এখানে তুলে ধরা হয়।


অধিবেশন-২ (তাবিনাজের ভবিষ্যৎ কাজের দিক)

এই অধিবেশনে তিনটি বিষয়ের উপর আলাদা আলাদাভাবে সেশন অনুষ্ঠিত হয়।

সেশন-১ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পদক্ষেপ,

সেশন-২ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করার পদক্ষেপ,

এবং সেশন-৩ তামাক চাষ নিয়ন্ত্রণের নীতিমালার জন্য সুপারিশ। এই সেশনগুলোতে তিনজন বক্তা, একজন সঞ্চালক এবং ১২ জন অংশগ্রহনকারী থাকেন। সকলের আলোচনার প্রেক্ষিতে যেসকল সুপারিশ/ প্রস্তাবনা উঠে আসে তা হলো:


তাবিনাজ সম্মেলন ২০১৪ গ্ররুপ সেশন

ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য কি পদক্ষেপ হবে তার উপর আলোচনা চলছে ।


সেশন-১ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পদক্ষেপ

  • তবিনাজের সদস্য সংগঠনের কাজের সাথে সম্পৃক্ত করা
  • নারী ও শিশু স্বাস্থ্য রক্ষায় সব ধরণের সচেতনতামূরক কাজ করা
  • জর্দা, গুল, সাদাপাতাসহ সব ধরণের ধোঁয়াবিহীন তামাকের উপর কর বৃদ্ধি করা
  • জর্দা, গুলের কারখানাগুলোকে ভ্যাট, ট্যাক্সের আওতায় আনা
  • ধোঁয়াবিহীন তামাকের মিনি প্যাক বা খুচরা বিক্রি বন্ধ করা
  • পাবলিক প্লেসে ধোঁয়াবিহীন তামাকের উপর জড়িমানার ব্যবস্থা করা
  • টং দোকান বন্ধ করে দেওয়া
  • টিভি চ্যানেলে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধের বিজ্ঞাপন দেয়া
  • ভয়াবহ চিত্রের বিলবোর্ড স্থাপন

সেশন-২ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করার পদক্ষেপ

  • তামাকজাত দ্রব্য বিক্রয়কারীদের নিয়ে কাউন্সিলিং করা
  • বিনোদন ব্যবস্থার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা
  • পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকারক দিক সংযুক্ত করা
  • তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে বিক্রয়কারীদের আইনের আওতায় আনা
  • স্কুলে অভিভাবক সেশন করা
  • স্কুলের সামনের দোকানে স্কুল কমিটি, অভিভাবক, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করা
  • তামাকজাত দ্রব্য খুচরা বিক্রি বন্ধ করা
  • পরিবারে থেকে তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করা
  • তাবিনাজ থেকে শিশুশ্রম আইন ও তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে (জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন, পুলিশ সুপার, টিএনও) অবহিতকরণ চিঠি দেয়া
  • সরকারি ভাবে তামাকজাত দ্রব্যর ক্ষতিকারক দিক তথ্য চিত্রের মাধ্যমে হাট, বাজার, রেল ষ্টেশন জনসমাগম জায়গায় জানানো।

সেশন-৩ তামাক চাষ নিয়ন্ত্রণের নীতিমালার জন্য সুপারিশ

  • যারা তামক চাষ করে তাদেরকে কৃষি ঋণ না দেয়া
  • পাঁচ একর জমির অধিক তামাক চাষ করা যাবে না।
  • তামাক কোম্পানীগুলোর দাদন প্রথা বন্ধের আইনানুগ ব্যবস্থা চালু করা
  • পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা
  • তামাক চাষের জন্য পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার জন্য পরিবেশ অধিদপ্তরকে নীতিমালা গ্রহন করতে হবে
  • তামাক চাষে নারী ও শিশু শ্রমিক নেয়া যাবে না।
  • তামাক কোম্পানীগুলোকে ট্যাক্স বাড়িয়ে দেয়া।

সমাপনী অধিবেশন

এই অধিবেশনে উবিনীগের পরিচালক সীমা দাস সীমু সঞ্চালনা করেন। সভাপ্রধান থাকেন মরিয়ম মান্নান, নির্বাহী পরিচালক, চুপড়িয়া মহিলা কল্যাণ সংস্থা, সাতক্ষীরা। তিনটি সেশনের আলোচনা উপস্থাপন হবার পরে বিটি বেগুন সম্পর্কে আলোচনা করেন উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার। সম্মেলন থেকে কি পেলাম তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলো দাস, নির্বাহী পরিচালক আশ্রয় সমাজ কল্যাণ সংস্থা, নওগাঁ, মঞ্জুরাণী প্রামাণিক, নির্বাহী পরিচালক, স্মরণী মানব উন্নয়ন সংস্থা, টাঙ্গাইল এবং নাসরিন সুলতানা, এডমিন অফিসার, এ্যাকশন ইন ডেভেলপমেন্ট, ঝিনাইদহ।


তাবিনাজ সম্মেলন ২০১৪

তাবিনাজ সম্মেলনের প্রধান অতিথি জেলা প্রশাসককে (৩৮টি জেলা থেকে সংগ্রহ করা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা, আলাপাতা) দেখানো হচ্ছে।


সম্মেলনে যেসব জিনিস প্রদর্শীত হয়:

১. তামাক বিরোধী নারী জোটের তিন বছরের কাজের ছবি, পেপার কাটিং, সংবাদ বিজ্ঞপ্তী।
২. তামাকজাত দ্রব্য (৩৮টি জেলা থেকে সংগ্রহ করা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা, আলাপাতা)
৩. তামাক নিয়ন্ত্রণ সংগঠনের বিভিন্ন সময়ের প্রকাশনা ( বই, লিফলেট, ষ্টিকার, বুকলেট)।
৪. তামাক সংক্রান্ত বিভিন্ন পোষ্টার।
৫. তাবিনাজ দেয়াল পত্রিকা।

তাবিনাজ শুরু করছে কি সুন্দর এক সম্মেলন

সম্মেলনে অংশ নিয়ে মনটা কর সচেতন।।

তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে গান যে গানটি গাোয়া হয়েছিল গানের কথা:

সম্মেলনের প্রধান ধারা
তামাক দ্রব্য বন্ধ করা
সবাই মিলে দিলে সারা
গড়বে সুন্দর ভূবন।।

টিবি, ক্যান্সার, বক্ষব্যাধি
৮০ ভাগ তামাকে সৃষ্টি
সরকার আইন করছে দেখ
তামাককে করতে বর্জন।।

ঠোটের ক্যান্সার, মুখের ক্যান্সার
ফুসফুসে আর জিহ্বায় ক্যান্সার
ক্যান্সার রোগটি বড়ই ড্যানজার
ধরে যদি পা পচন।।

ঢাকা টোবাকো আকিজ বিড়ি
আবুল খায়ের বিএটিসি
খপ্পরে ফেলাইছে বেশি
লোভ দেখাইয়া দিয়া লোন।।

তামাক বন্ধের আন্দোলনে
জাগো নারী পুরুষ গনে
যোগ দিয়া সব তাবিনাজে
সুস্থ রাখ দেহ মন।।


তাবিনাজ সম্মেলন ২০১৪

গান গাচ্ছেন নয়াকৃষির কৃষক আক্কচ আলী,ফাহামীদা খাতুন লীজা, এবং রোকেয়া বেগম।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।