পাবনা জেলায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে তাবিনাজের মতবিনিময় সভা


তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে আইন প্রয়োগকারী ব্যক্তি বর্গের সাথে ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ মঙ্গলবার বেলা ১১.০০ টায় পাবনা পুলিশ লাইন পিসিসিএস সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা সিভিল সার্জন ডা: মো: শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উবিনীগের আঞ্চলিক সমন্বক জয়নাল আবেদীন খান ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক), মোল্লা মাহমুদ হাসান; বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার মঞ্জুর ই মওলা; অতিরিক্তি উপ-পরিচালক (শস্য) লোকমান হোসেন, খামার বাড়ি পাবনা; জেলা স্বাস্থ্য শিক্ষা ব্যুরো সিনিয়র অফিসার আব্দুল আজিজ; মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, পাবনা; সিনিয়র শিশু বিষয়ক কর্মকর্তা মতিয়র রহমান শাহ, পাবনা; মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরির্দশক খবির উদ্দিন পাবনা; সমাজ সেবা কর্মকর্তা শামসুল আলম,পাবনা; সাবেক সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাব পাবনা; নাসরীন পারভিন তাবিনাজ নেটওয়ার্ক সদস্য ও নির্বাহী পরিচালক ‘শূচীতা সমাজ উন্নয়ন সংস্থা’।

সভায় বক্তারা প্রস্তাব করেন:

  • ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য যেমন, জর্দ্দা ও গুলের কৌটায় আইন অনুযায়ী সচিত্র সতর্কবাণী ব্যবহার করা।
  •  যারা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, পুরস্কার, বিভিন্ন বক্স প্রদান, টুর্নামেন্টের আয়োজন করে এরকম প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
  • জর্দ্দা, গুল কারখানা ও দোকানের কাজে শিশুদের নিয়োজিত না করা এবং যেসব প্রতিষ্ঠানে শিশুদের ব্যবহার করা হয় তাদেরকে সর্তক করা।
  • ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য জর্দ্দা, গুল, সাদাপাতাসহ সকল ধরণের তামাক ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।
  • বিভিন্ন প্রতিষ্ঠানে সাইনেজ ব্যবহারে সচেতন করা।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।