বিটিবেগুন বিরোধী মোর্চার মানববন্ধনে হামলা
পাবনার জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন ভাড়ইমারী বড় বটতলায় বিটি বেগুন বিরোধী মোর্চার কর্মসূচীতে স্থানীয় আওয়ামী-লীগের পরিচয়ধারী কিছু উচ্ছৃংখল লোকজন ওয়াজেদ মেম্বার ও ব্লক সুপারভাইজার আব্দুর রশিদের নেতৃত্বে ২০/২৫ জন আওয়ামী-লীগ দলীয় পরিচয়ধারী কিছু ব্যাক্তি এই মানববন্ধনে হামলা চালায়। নারী ও পুরুষ কৃষকসহ প্রায় ১৫জন আহত হন। সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে প্রকাশিত সংবাদ (সংযুক্ত) ও সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি যে,গতকাল ৯ মার্চ ২০১৪ তারিখে পাবনার ঈশ্বরদীতে বিটি বেগুন বিরোধী মোর্চার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচীতে হামলা চালানো হয়। এই হামলায় নারীনেত্রী ফরিদা আখতারসহ মানববন্ধনে অংশগ্রহনকারী অনেক নারী ও পুরুষ লাঞ্ছিত ও আহত হন ও সংবাদকর্মী/ আলোকচিত্রীরা লাঞ্ছিত হন। আমরা এধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় কিছু লোকের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আমরা খুবই হতবাক হয়েছি। একটি স্বাধীন গনতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকই তার মত প্রকাশের অধিকার রাখে। তাই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা বিবেকবান কোন ব্যক্তি বা সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার নিশ্চয়তা দাবী করছি।
উল্লেখ্য যে, সম্প্রতি সরকার দেশে কৃষক পর্যায়ে বির্তকিত জিএম শস্য বিটি বেগুন চাষের উদ্যোগ নেয়ায় তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বিবেচনায় বাপা, উবীনীগ, বেলা, শিসউক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করছে ও প্রতিবাদ সমাবেশ করছে। অপর্যাপ্ত গবেষণা ও মাঠ পরীক্ষণের ক্ষেত্রে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির কথা বিবেচনায় এনে পার্শ্ববর্তী দেশ ভারত ও ফিলিপাইনে বিটি বেগুন চাষ নিষিদ্ধ করা হলেও বাংলাদেশে তা তড়িঘড়ি করে অনুমোদন দেয়া জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিরোধী বলে আমরা একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ করছি এবং সরকারের উচ্চ পর্যায়ে আইনী ব্যাখ্যা সহ আমাদের দাবী পেশ করেছি ও করছি। বিটিবেগুন বিরোধী মোর্চার পক্ষ থেকে এই ধরণের কর্মসূচি রংপুর,জামালপুর এবং গাজীপুরে নেয়া হয়েছে।
এই ধরণের ঘটনা আর কোথাও ঘটে নাই। আমরা আশা করবো দেশের কৃষক ও জনগণের স্বার্থে সরকার অবিলম্বে বিটিবেগুনের মাঠ পর্যায়ের চাষের উদ্যোগ স্থগিত করে পরিবেশ ও স্বাস্থ্যের নিশ্চয়তা বিধান করবেন।
মূল ঘটনা সম্পর্কে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের লিংক দেওয়া হল।
http://www.samakal.net/2014/03/10/44910
http://www.dainikamadershomoy.com/archive_details.php?id=132051&&%20page_id=%2011&issue_date=
http://www.shokalerkhabor.com/2014/03/10/159204.html