জরিনা বেগম (Zarina Begum)

নলশোঁধা দাইঘর: জরিনা বেগম (০৫/১১/১৯৬৮) । স্বামীর নাম শামছুল হক। গ্রামঃ বিষ্ণুপুর, ইউনিয়ন, পাথরাইল, উপজেলাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাঈল।

১৯৮৮ সাল থেকে জরিনা বেগম দাইয়ের কাজ করছেন। এপ্রিল ২০১৫ ইং মাসের ২০ তারিখ পর্যন্ত ৩০০০ বাচ্চা প্রসব করিয়েছেন। জরিনা বেগম উবিনীগের প্রশিক্ষণের পাশাপাশি সরকারী প্রশিক্ষণপ্রাপ্ত দাই । বিশ বাইশ বছর বয়সকালে তিনি তার দাদীর কাছ থেকে দাইয়ের কাজ শিখেছেন। তার হাতে কোন বাচ্চা বা প্রসূতি মা মারা যায় নি। বিষ্ণুপুর গ্রামের কাছাকাছি পাথরাইল স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যদি কোন সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে রেফার করি।

 

Back to album