প্রতিরোধ নারী

প্রতিরোধ নারী। অর্থনীতি । যুদ্ধ । নারীমুক্তি / ফরিদা আখতার; পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ: ফাল্গুন ১৪৩০, ফেব্রুয়ারি ২০২৪। প্রথম প্রকাশ: ২০০৪। আগামী প্রকাশনী, বাংলাবাজার ঢাকা-১১০০। ফোন: ০১৭৯০৫৮৬৩৬২।
পৃষ্ঠা: ২৮৯; মূল্য: ৮৫০/=

--------------------------------

নারীর প্রতিরোধ সর্বক্ষেত্রে। অর্থনীতি ও রাজনীতিতে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড নারীকে অনেক বেশি বেঁধে ফেলেছে, কখনো তাকে সস্তা শ্রমিক বানাচ্ছে, আবার কখনো পণ্য বানাচ্ছে। নারী রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছেন, কিন্তু রাজনৈতিক চিন্তা-চেতনায় পিছিয়ে রাখা হয়েছে। আধুনিক যুগে এসে নারীর জন্য অনেক পারিবারিক ও সামাজিক বাধা অপসারিত হয়েছে মনে হলেও নারীর শেকল খোলেনি। আরও যে বিষয়টি এখন প্রকট হয়ে উঠেছে তা হচ্ছে যুদ্ধ। বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে তা নারীর জীবনকে এক ভিন্ন ধারায় প্রবাহিত করছে।

নারীমুক্তির প্রশ্ন এই সবকিছুর সঙ্গেই যুক্ত, আলাদা কিছু নয়।

লেখকের কথা

'প্রতিরোধে নারী' বইটি বের হচ্ছে। নারী জীবনটাই আসলে একটা প্রতিরোধ। কারণ, সবক্ষেত্রে তার অনেক সংগ্রাম থাকে এবং সেগুলো বর্ণনা করতে গেলেও এর বিরুদ্ধে প্রতিরোধের চিত্র ফুটে ওঠে। বহুদিন ধরে এসব বিষয় নিয়ে লিখছি, তারই একটি সংকলন প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে 'প্রতিরোধ' নামে। এখন আরো কিছু লেখা যোগ করে ২০২৪ সালে বের হচ্ছে 'প্রতিরোধে নারী' নামে। নতুন বই হিসেবেই। আগের লেখাগুলো রেখেছি কারণ দেখলাম যে ইস্যু নিয়ে বিশ বছর আগে ভেবেছি, সে ইস্যুগুলো এখনো বর্তমান। এখনকার পাঠকদের জন্যও তা প্রাসঙ্গিক।

নারীর জীবন শুধু নিজ ঘরের পরিবেশ, নিজ সমাজ বা দেশ দিয়ে নির্ধারিত হয় না। বেগম রোকেয়া যে নারীকে নিয়ে লিখেছিলেন এখনকার নারী সে অবস্থায় নেই। তার জীবন অনেক বেশি সম্পৃক্ত হয়ে পড়েছে দেশের অর্থনীতি ও রাজনীতির সাথে। একই সাথে বিশ্ব পরিস্থিতিও তাকে প্রভাবিত করছে। পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড নারীকে অনেক বেশি বেঁধে ফেলেছে, কখনো তাকে সস্তা শ্রমিক বানাচ্ছে, আবার কখনো পণ্য বানাচ্ছে। রাজনৈতিকভাবেও নারীকে দেখার বিষয় আছে। এই সময়ের মধ্যে নারীকে রাজনৈতিকভাবে সক্রিয় হতে দেখেছি, আবার চিন্তা- চেতনায় পিছিয়ে যেতেও দেখেছি। আধুনিক যুগে এসে নারীর জন্য অনেক পারিবারিক ও সামাজিক বাধা অপসারিত হয়েছে মনে হলেও নারীর শেকল খোলেনি। আরও যে বিষয়টি এখন প্রকট হয়ে উঠেছে তা হচ্ছে যুদ্ধ। বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে তা নারীর জীবনকে এক ভিন্ন ধারায় প্রবাহিত করছে। তাই ইরাকের যুদ্ধ, এবং বর্তমানে ফিলিস্তিনের যুদ্ধ আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে লিখেছি, বা লিখবার চেষ্টা করেছি।

আমি শুধু লেখার জন্য লিখি না। নারী আন্দোলনের সাথে আমার যে সম্পর্ক তারই প্রয়োজনে, অর্থাৎ প্রতিরোধের প্রয়োজনে আমি লেখার চেষ্টা করি। তাই আন্তর্জাতিক সব বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি।

আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের বিভিন্ন লেখা থেকে যা শিখছি, সেগুলো নিয়ে একটু চর্চা করাও দরকার। রোকেয়ার পর আরো যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কথাও তুলে ধরেছি। এটাও প্রতিরোধ সংগ্রাম শক্তিশালী করার প্রয়োজনে করতে হয়। পুরুষতান্ত্রিক সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের এই কাজ করতেই হবে। নারীমুক্তি আন্দোলনে আমরা সক্রিয় হলেই যে মুক্তি আসবে তা তো নয়, এর সঠিক দিকনির্দেশনাও আমাদের চাই। এখনো রোকেয়া আমাদের জন্য পথের নিশানা হয়ে রয়েছেন, তারপর আমরা পেয়েছি কবি সুফিয়া কামাল, জাহানারা ইমামসহ আরো অনেক নেত্রীকে। এ প্রজন্মের যারা নারী আন্দোলনে সক্রিয় আছেন, তাঁরা দুর্ভাগ্যবশত সেই সাহচর্য পান নাই।।

অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ ও আন্তর্জাতিক প্রসঙ্গে বেশ কিছু লেখা, যার প্রতিটিই কোনো-না-কোনোভাবে প্রতিরোধ সংগ্রামের প্রয়োজনেই লিখেছি, তা এখানে জুড়ে দিয়েছি। সব লেখা একখানে করার পর কী নাম দেব বলে যখন ভাবছি, তখন 'প্রতিরোধে নারী' ছাড়া কিছুই ভাবতে পারলাম না। তাই এই নামটি দিয়েছি। পাঠক বিচার করবেন, এর নাম 'প্রতিরোধে নারী' করা উচিত ছিল কিনা।

বইটি প্রকাশের জন্য প্রকাশক ওসমান গনি আগামী প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কামরুল হাসান মেনন ভাইকে, তাঁর আগ্রহ এবং উৎসাহের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমার বইটি লেখায় নানাভাবে প্রকাশে যারা পাশে থেকেছেন তারা মূলত আমার প্রতিষ্ঠান উবিনীগের কর্মী, বিশেষভাবে সীমা দাস সীমু, সাইদা আখতার কুমকুম ও আবুল কালাম। আর ফরহাদ মজহার তিনি সব লেখায়, সব চিন্তায় আমাকে সমৃদ্ধ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। তাঁকে কৃতজ্ঞতা জানাই।

ফরিদা আখতার
জানুয়ারি, ২০২৪

সূচি

অর্থনীতি ও রাজনীতি

গ্লোবালাইজেশনের অদৃশ্য নির্যাতন: নারীর দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা। ১৩
নতুন শতাব্দীর আন্দোলন: খাদ্য উৎপাদনে নারীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ৩৩
গ্লোবালাইজেশন মোকাবিলায় নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন । ৩৯
ইউএনডিপির অদ্ভুত পরামর্শ: প্রযুক্তি দিয়ে দারিদ্র্য বিমোচন করা হবে!! ॥ ৪৭
প্রসঙ্গ টেকসই উন্নয়ন সম্মেলন: ধনী দেশের অঙ্গীকার নেই, গরিব দেশের ওপর চাপ আছে । ৫৩
১৭৫ টাকার শাড়ি বনাম ১ লাখ ৭৫ হাজার টাকার লেহেঙ্গা। ৫৮
উত্তরে মহঙ্গা, ঢাকায় লেহেঙ্গা। ৬৩
হাঁস-মুরগি পালন বনাম পোল্ট্রি ফার্ম। ৬৮
পুরুষতান্ত্রিক সমাজে নারীর সামাজিক ও অর্থনৈতিক অর্জন না বিসর্জন?। ৭৩
গরিব মানুষ কি খেতে পারছে? ॥ ৭৮
রাজনীতিতে নারী ও বর্তমান সময় । ৮২
রাজনীতি ও নারী: কল্পনা ও বাস্তবের একটি খণ্ডচিত্র। ৯০

নারীমুক্তি

মেহেরুন্নেসা ইসলাম: তাঁর মূল্যায়ন হয়নি। ৯৯
যদি তাঁকে ভালোবাসি তাহলে তাঁর কাজ সম্পন্ন করার অঙ্গীকার করতে হবে। ১০৪
জেন্ডার বিতণ্ডা। ১১০
নারী ক্লেশ, নারী নির্যাতন ও ২০০২ সাল। ১২৩
রোকেয়ার পদ্মরাগ ও আমাদের সময় ॥ ১৩০
রোকেয়ার উদ্যাননগর এবং 'আধুনিকতা'। ১৩৬
বেগম রোকেয়া, সুফিয়া কামাল, নুরজাহান বেগম এবং আরও পথিকৃৎ ॥ ১৫০
বাংলার নারীর ইতিহাস রচনার পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সমস্যা ॥ ১৫৫
মাননীয় সম্পাদিকা, বেগমে একটি লেখা লিখতে চাই...। ১৬৬
চাই একটি স্বতন্ত্র ও শক্তিশালী নারী আন্দোলন। ১৭২
ইয়াসমিন কেন আমাদের নারী নির্যাতনবিরোধী প্রতীক হয়ে উঠল। ১৭৬
নারীর চলাফেরা রোধ করা নয়, নাগরিক হিশেবে নিরাপত্তা বিধান করাই সমাজের কাজ। ১৮০
'সুন্দরী প্রতিযোগিতা প্রতিরোধ করা উচিত'। ১৮৬
সুন্দরী প্রতিযোগিতা: মৌলবাদী নানান ফিকির। ১৮৮
নারী কোনো পণ্য নয়, সে মানুষ । ১৯৩
নারী-পুরুষ ও শ্রেণি নির্বিশেষে সকলেরই নিরাপত্তা চাই। ১৯৭
নারীর ক্ষমতায়ন নিয়ে নানা প্রশ্ন। ২০২
পত্রিকায় নারীর ছবি ছাপানো হচ্ছে কার জন্য?। ২০৭
টানবাজারের মেয়েরা যৌনকর্মী নয়, নির্যাতিতা নারী। ২১৭

যুদ্ধ ও আন্তর্জাতিক বিষয়

'ইয়ে লড়াই নেহি হোনি চাহিয়ে'। ২২৩
ইরাকের নারীদের প্রতিবাদী কণ্ঠ: অশ্রু নয়, সংহতি চাই। ২৩২
বাংলাদেশের নারীরা ডাক দিয়েছে ইঙ্গ-মার্কিন বাহিনী ইরাক ছাড়ো। ২৩৫
ইরাকি জনগণের বিরুদ্ধে ইঙ্গ-মার্কিন হামলা: দুনিয়াজুড়ে মানুষের প্রতিবাদ। ২৪০
বেগম রোকেয়া, বোরকা ও আফগান নারী। ২৪৯
ফিলিস্তিন এবং গুজরাট মুসলিম নারীদের ওপর চরম অমানবিকতা ॥ ২৫৫
যুদ্ধে বিষের ব্যবহার: এজেন্ট অরেঞ্জ নিয়ে মনসান্টোর কাছে ক্ষতিপূরণ দাবি। ২৫৯
ট্রাম্পকে নাকচ করলেন সারা বিশ্বের নারী। ২৬২
ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম ও নারীবাদ ॥ ২৬৮
মানবাধিকার পরিস্থিতি ও আমাদের অর্থনৈতিক অবস্থা ॥ ২৭৫

Back to album