এক তরফা নির্বাচন বন্ধ কর, নির্যাতন নিপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ করুন sdf
সম্মিলিত নারী সমাজ || Sunday 08 December 2013 ||
গত ৭ ডিসেম্বর বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে সম্মিলিত নারী সমাজের আয়োজনে কালো পতাকা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিভিন্ন নারী সংগঠন, শ্রমিক ও নানা পেশার নারীরা অংশ্রগ্রহণ করেন, সম্মিলিত নারী সমাজ দাবী জানায় এক তরফা নির্বাচন বন্ধ কর, নির্যাতন, নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড বন্ধ কর এবং জনগণের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা কর। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত নারী সমাজের নেত্রী ফরিদা আখতার, বক্তব্য রাখেন সীমা দাস সীমু, সামিয়া আফরিন, ফিরোজা বেগম, রোকেয়া বেগম, শাহীনুর বেগম,রওশন আরা রুশো, শম্পা বসু, ফেরদৌস আখতার লিলি সহ আরও অনেকে।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং দুই নেত্রীর উদ্দেশ্যে দাবী জানান অবিলম্বে এই সকল সহিংসতা বন্ধ করে একটি সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য। জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায় কিন্তু একদলীয় নির্বাচন করলে সে অধিকার কেড়ে নেয়া হয়। জনগণ এই পরিস্থিতি মেনে নেবে না। বক্তারা সহিংসতার শিকার মানুষের প্রতি, বিশেষ করে যারা আগুনে পুড়ে মারা গেছেন এবং এখনও ভুগছেন তাদের এই অবস্থার জন্য দুটি দলকেই দায়ি করেন। একই সাথে পুলিশি নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দমন-পীড়ন বন্ধের দাবী জানান।