|| Tuesday 21 September 2021 ||
বিষয় অনুসারে পড়ুন :
খাদ্য সার্বভৌমত্ব
কর্পোরেট খাদ্য ব্যবস্থা- না
খাদ্য সার্বভৌমত্ব-হ্যা
বিদ্যমান কোভিড-১৯ মহামারী, জলবায়ু পরিবর্তনের বিশৃংখলতা, ক্রমবর্ধমান ক্ষুধা এবং সকল প্রকার পুষ্টিহীনতা, পরিবেশ ও প্রাণপ্রকৃতির বিপর্যয়, এবং বহুমুখী মানবিক সংকট মোকাবেলার এই দুঃ সময়ে আমরা বিভিন্ন সামাজিক আন্দোলন, আদিবাসী মানুষ, উন্নয়ন সংগঠন এবং একাডেমিকরা একত্র হয়ে খাদ্য সার্বভৌ মত্বের প্রতি আমাদের অঙ্গীকার ঘোষণা করছি এবং জাতিসংঘের ফুড সিস্টেমস সামিট (UNFSS) এর ছদ্ধবেশে চলমান খাদ্য ব্যবস্থা ও খাদ্য সুশাসন কর্পোরেট উপনিবেশি করণ প্রত্যাখ্যান করছি ।
ইন্ডাস্ট্রিয়াল খাদ্য ব্যবস্থা, বৈশ্বিক খাদ্য সরবরাহ চেইন এবং খাদ্য ব্যবস্থা সুশাসনের ওপর ক্রমবর্ধমান কর্পোরেট নিয়ন্ত্রণ, আমাদের পৃথিবী এবং জনগণের অস্তিত্বের ওপর যে হুমকি সৃষ্টি হয়েছে, তার জন্যে দায়ি । এর সাথেও তোপ্রোতভাবে জড়িয়ে আছে জলবায়ু সংকট, বননিধন, প্রাণবৈচিত্র্য ক্ষতি গ্রস্থ হওয়া, ভূমি, সমুদ্র, বাতাস ও পানি দুষিত হওয়া, ক্ষুধাসহ নানা ধরণের অসংখ্য মানবাধিকার লংঘন। কর্পোরেট নিয়ন্ত্রিত সম্পদ, নীতি নির্ধারণী বিতর্ক, আইনী প্রক্রিয়ার ওপর নির্ভরশীল উন্নয়ন-মডেল এমন একটি খাদ্য ব্যবস্থা তৈরি করেছে যার কারণে পৃথিবীর দুই বিলিয়ন মানুষ পুষ্টি-স্বল্পতায় ভুগছে ও আর্থিকভা বেদুর্দদুর্দশা গ্রস্থ হয়েছে। আল্ট্রা-প্রসেস করা ইন্ডাস্ট্রিরিয়াল খাদ্যের কারণে পুষ্টিহীনতা, খাদ্য-সৃষ্ট অসংক্রামক রোগ এবং স্থুলতার মতো সমস্যার সৃষ্টি হয়েছে ।
বিস্তারীত দেখুন: পিডিএফ ফাইল
ছাপবার জন্য এখানে ক্লিক করুন