Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম:
বৈজ্ঞানিক নাম : Phoenix sylvestris
পরিবার : Arecaceae
প্রধান ব্যবহার :
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
কৃমি হলে খেজুর গাছের শিকড়ের রস করে খালি পেটে খাওয়ায়, খেলে কৃমি মরে যায়। আবার খেজুর খেলেও কৃমি মরে যায়।
খেজুরের মূল,পিপুল চুর্ণ ও মধুসহ সেবনে হিক্কা রোগ উপশম হয়।
খেজুর-এর শিকড় দাঁতের ব্যথা আরাম করে।
বাতের ব্যথায় খেজুর খুবই কার্যকর ফল।
খেজুরের সাথে মেথি গনোরিয়া ও মধুমেহ আরাম করে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।