Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম:
বৈজ্ঞানিক নাম : Piper longum
পরিবার : Piperaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষনার তথ্য
বেশি কাশির সঙ্গে যদি ঘুস ঘুসে জ্বর থাকে তবে ২৫০ মি: গ্রাম পিপুল চুর্ণ কুসুম গরম পানিসহ সকাল বিকেলে ২ বার খেলে ৪/৫ দিনের মধ্যেই উপকার পাওয়া যাবে।
হাঁপানি হলে খাওয়ার পর ৫০ চামচ পিপুল চুর্ণ পানি সহ খেতে হবে। এতে হজমও ভাল হবে এবং এজমা কষ্ট থাকবে না। তথ্য সুত্র দিনকাল।
বাত রোগে যখন শরীর স্থবির হয়ে যায় মনে হয় শরীর অচল হয়ে পড়েছে তখন ২৫০ মি: গ্রাম পিপুল চুর্ণ ১ চা চামচ গরম আদার রসসহ সকাল - বিকাল ২ বার খেলে উপশম হয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।