Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম: গোলমরিচ
বৈজ্ঞানিক নাম : Piper nigrum
পরিবার : Piperaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
গরম দুধে গোলমরিচ ও চিনি মিশিয়ে খেলে সর্দি সেরে যাবে।
ঠান্ডা, কফ, ও এজমায় গোলমরিচ খুবই উপকারী। হাঁপানি রোগ হলে গোপনে কালাইয়ের শিকড় (ঝড়) তুলে দেড়টা গোলমরিচ সাথে বাসি পেটে ১ চামচ খেলে কিছু দিনের মধ্যে হাঁপানি সেরে যাবে। ঠান্ডা লেগে গলা বসে গেলে এবং ব্যথা হলে এক চামচ গোলমরিচের গুঁড়ার সাথে অল্প লবন মিশিয়ে একটু একটু করে চেটে খেলে গলা ছেড়ে যায় ও ব্যথার উপশম হয়। (ভেষজ উদ্ভিদ লোকজ ব্যবহার)
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।