লজ্জাবতী

Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম: লজ্জাবতী
বৈজ্ঞানিক নাম : Mimosa pudica পরিবার : Fabaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
আমাশা হলে লজ্জাবতীর পাতা ও ডাটার রস সিদ্ধ করে ৭ দিন খেলে ভাল উপকার পাওয়া যায়।
মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও পেট ব্যথা হলে মাসিকের রক্ত কালচে হলে লজ্জাবতীর পাতা তুলে ছেঁচে রস করে প্রতিদিন সকালে ৩ চামচ করে খেলে ভাল উপকার পাওয়া যায়। এভাবে ৭ দিন খেতে হবে।
আগুনে পুড়ে গিয়ে ফোসকা পড়ে এবং খুব জ্বলে। সে সময় লজ্জাবতীর পাতা তুলে বেটে গরম করে একটু ঘি মিশিয়ে লাগালে ঘা শুকিয়ে যায় এবং জ্বালা কমে যায়।
জরায়ুর মুখে চুলকানিবা ঘা হলে দুই মুঠ লজ্জাবতীর পাতা ২ কেজি পানিতে সিদ্ধ করে সেই পানি ঘন হলে নামিয়ে পাতাগুলি তুলে রেখে ঐ পানি কুসুম কুসুম গরম থাকতে ব্যবহার করলে ভাল উপকার পাওয়া যায়। এ ভাবে ৭ দিন ব্যবহার করতে হয়।
রসবাত ও গিটে বাত হলে লজ্জাবতী পাতা বেটে মালিশ করলে ব্যথা কমে যায়।