অর্জুন
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: অর্জুন
বৈজ্ঞানিক নাম : Terminalia arjuna পরিবার : Combrataceaeপ্রধান ব্যবহার :ওষুধ/কাঠ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
ফোঁড়া উঠলে অর্জুন গাছের পাতা ছিড়ে ফোঁড়ার উপরে চাপ দিয়ে রাখলে ফোঁড়া ফেটে যায় এবং পাতার রস দিলে ফোঁড়া তাড়াতাড়ি শুকিয়ে যায়।
মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে অর্জুনের ছাল রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে ভাল উপকার পাওয়া যায়।
হাঁপানি হলে অর্জুনের ফল শুকিয়ে তামাক খাওয়ার কলকিতে ভরে আগুন দিয়ে টানতে হবে। অনেকদিন কাশি থাকলে র্অজুন ছাল শুকিয়ে গুঁড়া করে বাসক পাতার রস মিশিয়ে খেতে হবে। এতে কাশি ভাল হবে।
উচ্চরক্তচাপ হলে অর্জুন গাছের ছাল ৫ কেজি ও পানি ৫ কেজি একত্রে জাল দিয়ে শুকিয়ে ১.৫ কেজি বানাতে হবে এর সাথে ১০০ গ্রাম গরুর দুধ ও ১০০ গ্রাম পানি গরম করে ঐ ১.৫ কেজি পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে বাসি পেটে ১০০ গ্রাম খেতে হবে। এই নিয়মে ৪০ দিন খেতে হবে।