Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম:
বৈজ্ঞানিক নাম : Trapa bispinosa
পরিবার : Trapaceae
প্রধান ব্যবহার :ফল/ওষুধ
অন্যান্য ব্যবহার :ফল/ওষুধ
আরো পড়ুন
পুষ্টি গুণ সমৃদ্ধ আঁশযুক্ত একটি ফল হচ্ছে পানিফল। শক্তিদায়ক একটি ফল হচ্ছে পানিফল। পানি ফলের শাঁস খেতে মিষ্টি, এই ফল খেতে সবাই পছন্দ করে। এই ফলে প্রচুর পরিমানে, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেড, মিনারেল, ভিটামিন, প্রোটিন রয়েছে। ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। গ্যাসটিক, ডায়রিয়া, আমাশয়, কিডনী, লিভার সমস্যায় খুব উপকারী। এছাড়া বিছা কামড়াইলে পানিফল ছেঁচিয়া কামড়েরর স্থানে লাগালে ব্যথা বেদনা কমে যায়।
তথ্যসূত্র: ভারতীয় বনৌষধি দ্বিতীয় খন্ড
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।